ইন্দোরের একটি আবাসন চত্বরে একদল শিশুর সঙ্গে খেলায় মাতলেন তিনি। তখন তাঁকে দেখে কে বলবে যে তিনি বর্তমানে বিশ্বক্রিকেটের দোর্দন্ডপ্রতাপ ব্যাটসম্যান! ফুরফুরে মেজাজে শিশুদের সঙ্গে মিশে গেলেন তিনি।
প্রথমে কোহলি একটি শিশুকে বল করতে দেখা যায়। এই শিশুর শট কোহলির পাশ দিয়ে বেরিয়ে যায়। এরপর ব্যাট হাতে তুলে নেন ভারতের রান মেশিন। জিনস ও ক্যাজুয়াল শার্টে কোহলিকে বড় শটও খেলতে দেখা যায়।
আগামী বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট। ইন্দোরে হবে এই ম্যাচ।এরপর ২২ নভেম্বর থেকে ইডেনে গোলাপি বলে সিরিজের দ্বিতীয় টেস্ট হবে দিন-রাতের। ইন্দোরে প্রথম টেস্টের আগে ভারতীয় ক্রিকেটাররা আলোয় খেলার অনুশীলন সেরে নিচ্ছেন। সন্ধের সময় অনুশীলন করতে দেওয়ার জন্য টিম ম্যানেজমেন্ট মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনকে অনুরোধ করেছিল।
বাংলাদেশের বিরুদ্ধে সদ্যসমাপ্ত টি ২০ সিরিজে খেলেননি কোহলি। বিশ্রাম নিয়েছিলেন। ওই সময়টা স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে ছুটি কাটাতে ভুটানে গিয়েছিলেন তিনি।