মুম্বই: ব্যাটে-বলে অনবদ্য লড়াই। টানটান ম্যাচের শেষে পাঞ্জাব কিংস (PBKS) -এর দুরন্ত জয়। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) বিরুদ্ধে ৫৪ রানের বড় ব্য়বধানে জয় ছিনিয়ে নেয় ময়ঙ্ক আগরওয়ালের দল। এদিনের ম্যাচে ২১০ রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমেছিল আরসিবি। এই ম্যাচ ছিল বিরাটের দলের কাছে ছিল বড় পরীক্ষা। এতে জয় পেলেই প্লে অফ অনেকটাই নিশ্চিত হয়ে যেত তাদের।
এই ম্যাচে বিরাটের অফফর্ম থেকে ছন্দে ফেরার জন্য বড় প্ল্যাটফর্ম ছিল। কিন্তু পারলেন না তিনি। প্রথম ২ ওভারে চালিয়ে খেলে ১৪ বলে ২০ রান তুলে নিয়েছিলেন কোহলি। কিন্তু রাবাডা বলে বিরাট প্যাভিলিয়নে ফিরে যান। ঠিক সেই সময় বিরাটের এক্সপ্রেশন ছিল মনে রাখার মতোই। সেই ভিডিও ভাইরাল হয়ে যায় মুহূর্তে। এদিন কোহলির উপরই ছিল স্পটলাইট। তাঁর বিবর্ণ ফর্ম থেকে মুক্তি পাওয়ার জন্য প্রচেষ্টাও করেছিলেন আপ্রাণ। চালিয়ে খেলে যখন বেঙ্গালুরুর ভক্তদের মনে আশার সঞ্চার করছিলেন তিনি ক্রমশ, তখনই আসে ধাক্কা। সেই ধাক্কা যে বিরাটও মেনে নিতে পারেননি, তা ধরা পড়ে ব্যাটারের এক্সপ্রেশনে। উপরের দিকে তাকিয়ে বিরাটের হতাশার বার্তা, চোখে জল এনে দেয় অনুরাগীদের।
ভিডিওতে, কোহলি যেন ঈশ্বরের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দেন। উপরের দিকে তাকিয়ে তিনি সম্ভবত সর্বশক্তিমানকে জিজ্ঞাসা করছিলেন, 'আপনি আমার আর কত পরীক্ষা নেবেন'। সব মিলিয়ে বিরাটের এক্সপ্রেশন ছিল অনুশোচনা, হতাশা, বিভ্রান্তি এবং হতাশায় ভরা। হলির ব্যাট থেকে রানের অভাব নিয়ে ভক্তরা এবং ক্রিকেট-পণ্ডিতরা উদ্বিগ্ন । পাঞ্জাব বোলারদের মধ্যে কাগিসো রাবাডা ৪ ওভারে ২১ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন। এছাড়া ঋষি ধবন ৪ ওভারে ৩৬ রান দিয়ে ২ উইকেট ও রাহুল চাহার ৪ ওভারে ৩৭ রান দিয়ে ২ উইকেট তুলে নেন। একটি করে উইকেট পান হরপ্রীত ব্রার ও অর্শদীপ সিংহ।