চেন্নাই: ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে গত টেস্ট সিরিজ দুই দলের উত্তেজনার পারদ তুঙ্গে উঠেছিল। বেঙ্গালুরু টেস্টে ডিআরএস বিতর্ক উত্তাপ ছড়িয়েছিল। এবার চলতি একদিনের সিরিজে চেন্নাইয়ে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার একটি ডিআরএস রিভিউ খারিজ হয়ে যাওয়ার পর ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি খোঁচা দিলেন অসি অধিনায়ক স্টিভ স্মিথকে। ওই ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে ৯০ রানের আগেই পাঁচটি উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারত। মহেন্দ্র সিংহ ধোনি ও হার্দিক পান্ড্যর জুটিতে ভর করে ঘুরে দাঁড়ায় ভারত। ৬৬ বলে ৮৩ রান করে আউট হন পান্ড্য। ক্রিজে আসেন ভূবনেশ্বর কুমার। ৪৫ তম ওভারে মার্কাস স্টোয়নিসের বলে ভূবির বিরুদ্ধে লেগ বিফোর উইকেটের আবেদন জানায় অস্ট্রেলিয়া। আম্পায়ার আবেদন খারিজ করে দিলে রিভিউ নেয় অস্ট্রেলিয়া।
রিপ্লেতে দেখা যায়, বল প্রথমে ব্যাটে লেগেছে। তাই অসিদের রিভিউর আর্জি খারিজ হয়ে যায়। সেই সময় ড্রেসিংরুমে বসে প্রতিপক্ষ অধিনায়ককে একটু খোঁচা দিতে ছাড়লেন না কোহলি।
@rohitpandeyee দ্বারা আপলোড করা একটা ভিডিওতে কোহলিকে তাঁর একটা আঙুল তুলতে দেখা গিয়েছে। যেন ব্যাটসম্যানকে আউট ঘোষণা করা হচ্ছে। অসিদের এভাবে কটাক্ষ করলেন কোহলি।
ওই ম্যাচ ভারত জিতেছে।