পারথ: অস্ট্রেলিয়ার মাটিতে ফের ব্যাট হাতে দাপট দেখালেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। পারথে সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন অসাধারণ শতরান করলেন তিনি। ১২৭ নম্বর ইনিংসে ২৫-তম শতরান করলেন এই ডানহাতি ব্যাটসম্যান। দ্রুততম ২৫টি শতরান করার ক্ষেত্রে তাঁর আগে শুধু কিংবদন্তী ডন ব্র্যাডম্যান। মাত্র ৬৮টি ইনিংসেই ২৫ নম্বর শতরান করেন ব্র্যাডম্যান।
আজ অসাধারণ ব্যাটিং করলেও, তৃতীয় আম্পায়ার নাইজেল লংয়ের বিতর্কিত সিদ্ধান্তে আউট হতে হয় বিরাটকে। প্যাট কামিন্সের বল বিরাটের ব্যাটের কানায় লেগে দ্বিতীয় স্লিপে দাঁড়ানো পিটার হ্যান্ডসকম্বের দিকে যায়। টিভি রিপ্লেতে দেখা যায়, হ্যান্ডসকম্ব ক্যাচ ধরার আগে বলটি মাটি ছুঁয়েছিল। কিন্তু তৃতীয় আম্পায়ার আউট দেন।