মুম্বই: আবু ধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হল কুখ্যাত অপরাধী ছোটা শাকিলের ভাই আনোয়ার বাবু শেখকে। তাঁকে জেরা করছে দুবাই পুলিশ। মুম্বই ও ঠানেতে আনোয়ারের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। সংযুক্ত আরব আমিরশাহী সরকারের সঙ্গে যোগাযোগ করেছেন ভারতীয় দূতাবাসের আধিকারিকরা। আনোয়ারকে ভারতে প্রত্যর্পণের চেষ্টা শুরু হয়েছে। এই অপরাধীর কাছে পাকিস্তানের পাসপোর্ট ছিল। সেই কারণে পাক দূতাবাসের আধিকারিকরাও তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা শুরু করেছেন।


দাউদ ইব্রাহিমের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত শাকিলের ভাইয়ের বিরুদ্ধেও বিদেশে বসে মুম্বইয়ে ধারাবাহিক বিস্ফোরণের চক্রান্তের অভিযোগ রয়েছে। আনোয়ারের বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করেছিল ইন্টারপোল। ঠানে পুলিশ সূত্রে খবর, পাক গোয়েন্দা সংস্থা আইএসআই-এর সঙ্গে যোগ রয়েছে আনোয়ারের। দেশ ছেড়ে পালানোর আগে বেশ কয়েকটি নাশকতার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে শাকিলের ভাইয়ের বিরুদ্ধে। তাঁর কাছে পাকিস্তানের পাসপোর্ট থাকায় ভারতে প্রত্যর্পণ করা যাবে কি না, সেটা এখনও স্পষ্ট নয়।