নয়াদিল্লি: এক সময়ে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছেন দক্ষিণ আফ্রিকার স্পিনার তাব্রেজ শামসি। ওই দলেরই অধিনায়ক বিরাট কোহলি। কিন্তু আইপিএলে একসময়ের সহ খেলোয়াড়কে স্লেজিং করতে পিছপা হলেন না শামসি। আর জবাবটাও মুখের মতো পেয়ে গেলেন তিনি। ভারত ও দক্ষিণ আফ্রিকার পঞ্চম একদিনের ম্যাচে এই ঘটনা ঘটেছে।
ওই ম্যাচ জিতে ৪-১ সিরিজ ইতিমধ্যেই জিতে নিয়েছে ভারত। দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবার সিরিজ জয়ের ইতিহাস গড়েছে কোহলির দল।
পোর্ট এলিজাবেথে ওই ম্যাচে ভারতের ইনিংস চলাকালে যখন বিরাট কোহলি ব্যাটিং করছিলেন, তখন শামসিকে বেশ কয়েকবারই কোহলিকে স্লেজিং করতে দেখা গেল। ভালো শুরু করেও অবশ্য রোহিত শর্মার সঙ্গে ভুল বোঝাবুঝিতে মাত্র ৩৬ রান করেই প্যাভিলিয়নে ফিরতে হয় কোহলিকে।
ব্যাটিংয়ের সময় শামসির স্লেজিংয়ের কোনও জবাব দেননি কোহলি। কিন্তু তিনি যে ছেড়ে দেওয়ার পাত্র নন, তা দেখা গেল দক্ষিণ আফ্রিকার ইনিংসের সময়, যখন শামসি ব্যাট করতে নামেন। তখন ম্যাচ সম্পূর্ণ ভারতের দিকে ঢলে পড়েছে। স্ট্যাম্প মাইকে ধরা পড়ল শামসিকে কোহলির পাল্টা খোঁচা। বললেন, 'চেস্ট প্যাড?শ্যামো (শামসি), তুমি চেস্ট প্যাড পরেছে?'





তখন কুলদীপ যাদব বোলিং করছিলেন। কোহলির কথায় সম্ভবত মেজাজ হারিয়ে ফেলেছিলেন শামসি। কুলদীপের পরের বলেই বড় শট খেলতে গিয়ে ক্যাচ তুললেন শামসি।
শামসির এভাবে কোহলিকে স্লেজিং করা নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি দক্ষিণ আফ্রিকার ফ্যানরাও। তাঁরা সোস্যাল মিডিয়ায় ৯৬ রানে রোহিত শর্মার ক্যাচ ফেলার জন্যও শামসিকে ট্রোল করেছেন।