দেখুন: যখন বাভুমাকে আউট করতে কৌশল স্থির করলেন কোহলি ও ইশান্ত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 04 Oct 2019 09:09 PM (IST)
অধিনায়ক হিসেবে বিরাট কোহলি দক্ষতার আরও একটা দৃষ্টান্ত দেখা গেল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের চলতি সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনে। পরিস্থিতিতে নিঁখুতভাবে পর্যবেক্ষণ করে কোহলি সেই মতো বিপক্ষের ব্যাটসম্যান টেম্বা বাভুমাকে আউট করার কৌশল রচনা করলেন দলের বোলিং ইউনিটের সঙ্গে।
বিশাখাপত্তনম: অধিনায়ক হিসেবে বিরাট কোহলি দক্ষতার আরও একটা দৃষ্টান্ত দেখা গেল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের চলতি সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনে। পরিস্থিতিতে নিঁখুতভাবে পর্যবেক্ষণ করে কোহলি সেই মতো বিপক্ষের ব্যাটসম্যান টেম্বা বাভুমাকে আউট করার কৌশল রচনা করলেন দলের বোলিং ইউনিটের সঙ্গে। ঘটনাটি ঘটল প্রোটিয়া ইনিংসের ২৭ তম ওভারে। ওই সময় বোলিং করছিলেন ইশান্ত শর্মা। আগের ওভারে ইশান্ত বাভুমাকে অফ স্ট্যাম্পের বাইরে চারটি বল করেছিলেন। এতে ব্যাটসম্যানের কোনও সমস্যা হয়নি। এটা দেখে কোহলি ইশান্তকে অফ স্ট্যাম্পের বাইরে থেকে বল ভেতরে নিয়ে আসার পরামর্শ দিলেন। আর ইশান্ত সেই মতো বল করতেই বাভুমার পিছনের প্যাডে লাগে। অন-ফিল্ড আম্পায়ায় আউটের ইঙ্গিত দিতে দ্বিধা করেননি। ১৮ রান করে প্যাভিলিয়নে ফিরে যান বাভুমা। ধারাভাষ্যকারকে বলতে শোনা যায়, এই বলটা করার আগে ইশান্তের সঙ্গে কোহলিকে কিছু কথাবার্তা বলতে দেখা যায় (মনে হয় তিনি ইশান্তকে বলছেন) অফ স্ট্যাম্পের বাইকে থেকে বল ভেতরে নিয়ে আসতে। এরপর অবশ্য ডিন এলগার (১৬০), কুইন্টন ডি কক (১১১) ও ফাফ ডুপ্লেসিসের (হাফসেঞ্চুরি)-র ব্যাটিংয়ে ভর করে ৩০০ রানের গণ্ডি পেরোয় দক্ষিণ আফ্রিকা। শেষপর্যন্ত অবশ্য ভারতীয় শিবির প্রোটিয়া ইনিংসে ধাক্কা দেয়। দক্ষিণ আফ্রিকার মিডল অর্ডারকে ভাঙতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন আর অশ্বিন। টেস্ট ক্রিকেটে ২৭ বার পাঁচ উইকেট দখলের কৃতিত্ব অর্জন করেছেন তিনি। প্রথম ইনিংসে ভারতের সাত উইকেটে ৫০২ রানের জবাবে তৃতীয় দিনের শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৮ উইকেটে ৩৮৫।