ফের রজৌরিতে সংঘর্ষ বিরতি লঙ্ঘন পাকিস্তানের, সেনা জওয়ানের মৃত্যু
Web Desk, ABP Ananda | 21 Mar 2019 05:02 PM (IST)
জম্মু: ফের পাকিস্তানি সেনাবাহিনীর সংঘর্ষ বিরতি লঙ্ঘনে প্রাণ গেল এক ভারতীয় সেনা জওয়ানের। আজ এই ঘটনা ঘটেছে জম্মু ও কাশ্মীরের রজৌরি জেলার সুন্দেরবানি সেক্টরের কেরি বেল্টে। এক আধিকারিক জানিয়েছেন, ‘আজ ভোর থেকেই সংঘর্ষ বিরতি লঙ্ঘন শুরু করে পাকিস্তান। গোলাবর্ষণে আহত হন এক সেনা জওয়ান। পরে তাঁর মৃত্যু হয়। আমরা পাক সেনার এই হামলার উপযুক্ত জবাব দিচ্ছি।’ এ বছরের জানুয়ারি থেকে এখনও পর্যন্ত অন্তত ১১০ বার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান। আজকের আগে সোমবার রাতেও বিনা প্ররোচনায় জম্মুর আখনুর সেক্টর ও সুন্দেরবানি সেক্টরে গোলাবর্ষণ ও ছোট আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালাতে শুরু করে পাক সেনা। এই হামলায় মৃত্যু হয় রাইফেলম্যান কমলজিৎ সিংহের। আহত হন চার জওয়ান। আজ ফের একই ঘটনা দেখা গেল।