কলকাতা: উইকেটের পিছনে গ্লাভস হাতে স্বপ্নের ফর্মে রয়েছেন ঋদ্ধিমান সাহা। শুক্রবার ইডেনে একের পর এক অবিশ্বাস্যভাবে বল তালুবন্দি করেছেন। তাঁর রিফ্লেক্স ছিল দেখার মতো। ঘরের মাঠের দর্শকেরা তারিয়ে তারিয়ে উপভোগ করেছেন বঙ্গ উইকেটকিপারের পারফরম্যান্স।

তবে ঋদ্ধির মুকুটে শুক্রবার সেরা পালক হয়ে থাকবে ইশান্ত শর্মার বলে মাহমুদুল্লাহর ক্যাচ। বাংলাদেশ ইনিংসের ২০তম ওভারে ইশান্তের বলে প্রথম স্লিপে খোঁচা দিয়েছিলেন মাহমুদুল্লাহ। প্রথম স্লিপে দাঁড়িয়েছিলেন কোহলি। আচমকাই ঋদ্ধি উপলব্ধি করেন যে, বল দ্রুত মাটিতে পড়ছে এবং তা কোহলির নাগালে পৌঁছবে না। মুহূর্তের মধ্যে ডানদিকে ঝাঁপিয়ে পড়েন ঋদ্ধি। এক হাতে বল তালুবন্দি করেন।

দেখুন ভিডিও




ঋদ্ধির ক্যাচ শুক্রবার দ্বিতীয় স্লিপে দাঁড়িয়ে রোহিতের দুরন্ত ক্যাচকেও শ্রেষ্ঠত্বের নিরিখে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। বঙ্গ উইকেটকিপারের ক্যাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ইডেনে ভারতের পেসারদের সামনে মাত্র ১০৬ রানে শেষ হয়ে গিয়েছে বাংলাদেশের প্রথম ইনিংস।