মুম্বই: চমকপ্রদ তথ্য দিলেন নবাগত অভিনেত্রী রাকুলপ্রীত সিংহ। এক সাক্ষাৎকারে রাকুলপ্রীত নেভার হ্যাভ আই এভার গেম খেলছিলেন। তখন জানান, এক অভিনেতা কীভাবে তাঁর গায়ে হাত তুলেছিলেন। আবার কীভাবে প্রতারিত হয়েছিলেন তিনি।
নেভার হ্যাভ আই এভার খেলতে হলে প্রশ্নের উত্তর কক্ষণও না বা হ্যাঁ-তে দিতে হয়। আবার কিছু প্রশ্নের জবাব দিতে হয় বিশদে। মারজাবাঁ ও দে দে পেয়ার দে-র মত হিট ছবির নায়িকা রাকুলপ্রীত খেলতে নেমে নিজের সম্পর্কে সম্পূর্ণ অজানা কিছু খবর দিয়েছেন। দক্ষিণী ছবির নায়ক বিজয় দেবরকোন্ডা তাঁকে তেলুগু ছবি গীত গোবিন্দম-এ অভিনয়ের অফার দেন কিন্তু হাতে অন্য কাজ থাকায় তিনি গ্রহণ করতে পারেননি। ছবিটি সুপারহিট হয়। রাকুলপ্রীত আরও বলেছেন, একটি বিশেষ ছবির শ্যুটিংয়ের সময় সহ অভিনেতা তাঁর মারধর করেন। তবে তাঁর দাবি, ওই অভিনেতার কোনও খারাপ মতলব ছিল না, তাঁকে খারাপভাবে মারেননি। রাকুল তাঁকে মাফ করে দেন। কিন্তু পরে যখন এক বন্ধুর সঙ্গে এ নিয়ে কথা বলছিলেন, তখন বুঝতে পারেন, ওই অভিনেতার তাঁর প্রতি দুর্বলতা ছিল। তারপর থেকে ওই অভিনেতার সঙ্গে তিনি আর দেখা করেননি, বলতেন, তিনি ব্যস্ত, সময় বার করতে পারবেন না।
সহ অভিনেতাদের কথা বলতে গিয়ে রাকুল বলেছেন, দক্ষিণী ছবির অর্জুন, রাম চরণ বা মহেশ বাবুই হন অথবা বলিউডের অজয় দেবগণ- তাঁর সব নায়কই বিবাহিত। সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। কিন্তু রাকুলের দাবি, সিদ্ধার্থ আগেও কারও সঙ্গে প্রেম করছিলেন, এখনও কারও সঙ্গে প্রেম করছেন!
এক অভিনেতা তাঁর গায়ে হাত তোলেন, স্মৃতিচারণ রাকুলপ্রীত সিংহের
ABP Ananda, Web Desk
Updated at:
22 Nov 2019 02:18 PM (IST)
তবে তাঁর দাবি, ওই অভিনেতার কোনও খারাপ মতলব ছিল না, তাঁকে খারাপভাবে মারেননি। রাকুল তাঁকে মাফ করে দেন।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -