দেখুন: গেইলের সেঞ্চুরির পর নজর কাড়ল যুবরাজের মজাদার উচ্ছ্বাস
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Apr 2018 01:57 PM (IST)
নয়াদিল্লি: সমালোচকদের মুখের মতো জবাব দিয়েছেন ক্রিস গেইল। তাঁর ব্যাটের ঝড়ে কিংস ইলেভেন পঞ্জাবের কাছে হেরে গেল সানরাইজার্স হায়দরাবাদ। গেইলের ৬৩ বলে ১০৪ রান টি ২০ ক্রিকেটে তাঁর ২১ তম সেঞ্চুরি। তাঁর ইনিংসের সৌজন্যে পঞ্জাব প্রথমে ব্যাট করে তোলে ৩ উইকেটে ১৯৩ রান। জবাবে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৭৮ রানেই থেমে যায় হায়দরাবাদের ইনিংস। আইপিএলের চলতি মরশুমে তৃতীয় জয়টি পেল রবিচন্দ্রন অশ্বিনের দল। ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটে সবচেয়ে এন্টারটেনার গেইল। গতকাল তাঁর ইনিংসে ছিল ১১ টি বিশাল ওভার বাউন্ডারি। চার মাত্র একটি। ৯৯ রানে পৌঁছন ছক্কা মেরে। এরপর পয়েন্টের দিকে একটা বল ঠেলে দিয়ে সেঞ্চুরি পূরণ করেন তিনি। সেঞ্চুরির পর অভিনব উচ্ছ্বাস প্রকাশ করেন ক্যারিবিয়ান বিধ্বংসী ব্যাটসম্যান। ব্যাটকে কোলে নিয়ে বাচ্চা দোলানোর ভঙ্গি করেন তিনি। গ্যালারিতে ছিলেন তাঁর স্ত্রী ও মেয়ে। মাঠে গেইলের এই উত্সবের মধ্যেই নজর কাড়ল ডাগ আউটে বসে থাকা যুবরাজ সিংহের উচ্ছ্বাস। গেইল সেঞ্চুরি পূরণ করতেই গ্যাংনাম স্টাইলে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। মাঠ ও মাঠের বাইরে গেইল ও যুবরাজের সম্পর্ক দারুণ। ২০১৪-র আইপিএল মরশুমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছিলেন দুজন।