বিশাখাপত্তনম: অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক সিরিজ জিতেছে ভারতীয় দল। এবার অসিদের সঙ্গে লড়াই ঘরের মাঠে। কাল থেকে শুরু হচ্ছে টি-২০ সিরিজ। বিশাখাপত্তনমে প্রথম ম্যাচের আগে আজ শেষমুহূর্তের প্রস্তুতি সেরে নিল টিম ইন্ডিয়া। জয় দিয়েই সিরিজ শুরু করার বিষয়ে আত্মবিশ্বাসী বিরাট কোহলির দল।

আজ বিসিসিআই-এর পক্ষ থেকে ভারতীয় দলের অনুশীলনের ভিডিও প্রকাশ করা হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, ব্যাটিং অনুশীলন করছেন প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। তাঁকে বড় বড় শট খেলতে দেখা যাচ্ছে। ধোনির পাশাপাশি বিরাটকেও ব্যাটিং অনুশীলন করতে দেখা যাচ্ছে।



বিরাটও অনুশীলনের একটি ছবি পোস্ট করেছেন।