আজ বিসিসিআই-এর পক্ষ থেকে ভারতীয় দলের অনুশীলনের ভিডিও প্রকাশ করা হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, ব্যাটিং অনুশীলন করছেন প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। তাঁকে বড় বড় শট খেলতে দেখা যাচ্ছে। ধোনির পাশাপাশি বিরাটকেও ব্যাটিং অনুশীলন করতে দেখা যাচ্ছে।
বিরাটও অনুশীলনের একটি ছবি পোস্ট করেছেন।