গোলাঘাট সিভিল হাসপাতালের জনৈক চিকিৎসক জানিয়েছেন, দেশি বিষাক্ত মদ পান করার জন্যই এতজনের মৃত্যু হয়েছে। কংগ্রেস দাবি করেছে, আবগারি মন্ত্রীকে পদত্যাগ করতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে মৃতদের পরিবারকে। অসমের গোলাঘাটে বিষ মদ খেয়ে মৃত ৬৯
ABP Ananda, Web Desk | 23 Feb 2019 01:40 PM (IST)
গুয়াহাটি: অসমের গোলাঘাটে এক চা বাগানে বিষ মদ খেয়ে মৃত্যু মিছিল। এখনও পর্যন্ত অন্তত ৬৯ জনের মৃত্যুর খবর মিলেছে। জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে অসুস্থদের। বিজেপি বিধায়ক মৃণাল শইকিয়া জানিয়েছেন, সালিমীরা চা বাগানে ঘটেছে এই ঘটনা। বৃহস্পতিবার ১০০-র বেশি লোক ওই মদ খান একটিই দোকান থেকে। কিছুক্ষণ পরেই তাঁরা অসুস্থ হয়ে পড়েন। এখনও পর্যন্ত ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন, তদন্ত রিপোর্ট পেশ করতে হবে ১ মাসের মধ্যে। আবগারি দফতরের ২ আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে।