মেলবোর্ন: ভারতীয় পুরুষ ক্রিকেটাররা আইপিএল বাদে অন্য কোনও বিদেশি ফ্রাঞ্চাইজি লিগে খেলতে পারেন না। তবে ভারতীয় মহিলাদের এমন কোনও নিষেধাজ্ঞা নেই। হরমনপ্রীতরা প্রতি বছরই মহিলাদের বিগ ব্যাশ (WBBL), দ্য হান্ড্রেডের মতো টুর্নামেন্টে খেলেন। এ বছরও তাঁর অন্যথা হচ্ছে না। মহিলাদের বিগ ব্যাশে খেলতে দেখা যাবে বেশ কিছু ভারতীয় তারকা ক্রিকেটারদের। অস্ট্রেলিয়ার এই ফ্রাঞ্চাইজি লিগে খেলতে চলা ভারতীয়দের সেই তালিকায় নাম রয়েছে জেমাইমা রডরিগেজেরও (Jemimah Rodrigues)।


তবে নতুন মরসুমে নতুন দলের জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামবেন জেমাইমা। মেলবোর্না স্টার্সের (Melbourne Stars) হয়ে খেলবেন জেমাইমা। গত মরসুমে মেলবোর্নেরই আরেক দল মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলতে দেখা গিয়েছিল জেমাইমাকে। সেই দলে জেমাইমার পাশাপাশি ছিলেন ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কৌরও। ২২ বছর বয়সি ভারতীয় ব্যাটার ১১৬-র স্ট্রাইক রেটে ৩৩৩ রানও করেছিলেন আগের মরসুমে। তবে এবার মেলবোর্নেরই অপর দল, স্টার্সের হয়ে খেলবেন জেমাইমা। মঙ্গলবারই (৬ সেপ্টেম্বর) স্টার্সের তরফে তাঁকে সই করানোর কথা ঘোষণা করা হয়। তিনিই প্রথম ভারতীয় হিসাবে মেলবোর্ন স্টার্স দলে সই করলেন।


 






উচ্ছ্বসিত জেমাইমা


নতুন দলের হয়ে সই করে উচ্ছ্বসিত জেমাইমা জানান, 'স্টার্সের পরিবারের অংশ হতে পেরে আমি উচ্ছ্বসিত। আমায় জানানো হয়েছে যে আমি স্টার্সের হয়ে সই করা প্রথম ভারতীয় ক্রিকেটার। এর জন্য আমি গর্বিত। অস্ট্রেলিয়ায় মেলবোর্ন বরাবরই আমার প্রিয় শহর এবং আবারও ওখানে দর্শকদের সামনে খেলার তর সইছে না।' জেমাইমা ভারতীয় দলের হয়ে মহিলাদের এশিয়া কাপে অংশগ্রহণ করার পর, সেই টুর্নামেন্ট শেষ হলে তবেই বিগ ব্যাশ খেলতে মেলবোর্নের উদ্দেশে রওনা দেবেন। অক্টোবরের ১ থেকে অক্টোবরের ১৬ তারিখ পর্যন্ত বাংলাদেশে অনুষ্ঠিত হবে এই এশিয়া কাপ টুর্নামেন্ট। প্রসঙ্গত, বিগ ব্যাশে জেমাইমা ছাড়াও ইতিমধ্যে হরমনপ্রীত এবং পূজা বস্ত্রকরের খেলা নিশ্চিত হয়ে গিয়েছে। হরমনপ্রীত এবারও রেনেগেডসের হয়েই খেলবেন। পূজাকে ব্রিসবেন হিটের হয়ে খেলতে দেখা যাবে।


আরও পড়ুন: অবশেষে অশ্বিনের জন্য দরজা খুলল, শ্রীলঙ্কার বিরুদ্ধে তুরুপের তাস হতে পারেন অফস্পিনার