লন্ডন: ওভালে ভারত ও অস্ট্রেলিয়ার ম্যাচ চলাকালে বাউন্ডারি লাইনের ধারে ফিল্ডিং করছিলেন স্টিভ স্মিথ। ব্যাট করছিলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। সেই সময় দর্শক গ্যালারি থেকে ভেসে আসতে থাকে প্রাক্তন অজি অধিনায়ক সম্পর্কে বিদ্রুপাত্মক মন্তব্য। বিষয়টি নজর এড়ায়নি কোহলির। সঙ্গে সঙ্গে তিনি দর্শকদের ওই ব্যবহারে বিরক্তি প্রকাশ করেন। এমনকি, স্মিথকে সমর্থন করার বার্তাও দেন দর্শকদের। ভারতীয় দর্শকদের একাংশের ওই ব্যবহারের জন্য স্মিথের প্রতি সহানুভূতি জানিয়ে ক্ষমাও প্রার্থনা করেন কোহলি। তাঁর এই আচরণের ভূয়সী প্রশংসা করলেন স্মিথ। বললেন, বিরাটের এই আচরণটা ছিল খুবই সুন্দর।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ম্যাচে বল বিকৃতির জন্য এক বছরের জন্য নির্বাসিত হয়েছিলেন স্মিথ। সেইসঙ্গে ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফ্টকেও সাজা পেতে হয়েছিল। তিনজনেরই সাজার মেয়াদ শেষ হয়েছে। অজি দলে ফিরে এসেছেন স্মিথ ও ওয়ার্নার।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে ওই বল বিকৃতির ঘটনা নিয়েই ভারতীয় দর্শকদের একাংশের কটাক্ষের মুখে পড়তে হয়েছিল স্মিথকে। কোহলি তখন দর্শকদের নিরস্ত করতে স্মিথকে দেখিয়ে তাঁকে সমর্থন জানাতে বলেন।
শ্রীলঙ্কার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার জয়ের পর স্মিথ বলেছেন, বিরাটের এই আচরণটা ছিল খুবই সুন্দর।
ইংল্যান্ডের মাঠে তাঁকে ব্যারাকিংয়ের মুখে পড়তে হয়েছে। এতে তিনি আদৌ বিচলিত নন বলে জানিয়েছেন স্মিথ। তিনি বলেছেন, দর্শকরা কী করছে, তা নিয়ে আমি বিচলিত নই। আমি এসবে কান দিইনা। কিন্তু কোহলির আচরণ ছিল খুবই সুন্দর।




ভারত ও অস্ট্রেলিয়ার ম্যাচে দর্শকদের থামতে বলার পর কোহলিকে স্মিথের সঙ্গে হাত মেলাতে দেখা যায়। ম্যাচের পর কোহলি বলেছিলেন, ওর জন্য আমার খারাপ লাগছিল। আমি ওকে বললাম, দর্শকদের ওই আচরণের জন্য আমি দুঃখিত। এর আগের কিছু ম্যাচেও আমি এমনটা হতে দেখেছি। ওখানে প্রচুর ভারতীয় সমর্থক ছিলেন, তাই আমি চাইনি খারাপ কোনও উদাহরণ তৈরি হোক। ও এমন কিছু করেনি যাতে ওকে টিটকিরি করতে হবে। ও শুধু মাত্র ক্রিকেট খেলছে।