আর বিশ্বকাপের মেগা ম্যাচে মাইক হাতে তুলে নিয়ে ধারাভাষ্যও দিতে দেখা গেল তাঁকে।
ক্রিকেট আর বলিউডের মেলবন্ধন সবসময়ই আকর্ষীয় ব্যাপার। আর চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের খেলার আগের উত্তেজনা তুলে ধরার ক্ষেত্রে চেষ্টার কোনও কসুর করলেন না রণবীর। আর এই ভূমিকায় অনুরাগীদের মন জয় করে নিলেন তিনি।
শুরুটা করলেন এভাবে- ভদ্মহাদয়গণ, ছেলে ও মেয়েরা-ক্রিকেটের সবচেয়ে বড় মঞ্চে স্বাগত। বিশ্বকাপ আর সবচেয়ে বড় ম্যাচ-ভারত বনাম পাকিস্তান, এর থেকে বড় কিছু হয় না।
ম্যাচের আগে আবহাওয়া সম্পর্কেও দর্শকদের জানান রণবীর।
মাঠে দর্শকদের উন্মাদনা, আবেগ ও উচ্ছ্বাসের প্রসঙ্গও উঠে আসে তাঁর ধারাভাষ্যে।
ম্যাচ শুরুর আগে টিম ইন্ডিয়ার সদস্যদের সঙ্গেও কথা বলতে দেখা যায় রণবীরকে।কথা বলতে বলতে টিম ইন্ডিয়ার ওপেনার শিখর ধবনের সঙ্গে হাসিতে ফেটে পড়েন তিনি।
অফস্পিনার হরভজন সিংহকেও বলিউডের এই নায়কের সঙ্গে পোজ দিতে দেখা যায়।
রণবীর কপিল দেবের নেতৃত্বাধীন ভারতের বিশ্বকাপ জয়ের ঘটনা অবলম্বনে তৈরি সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছেন।
কবীর খানের পরিচালিত এই সিনেমা আগামী বছর ১০ এপ্রিল মুক্তি পাবে।