ম্যাঞ্চেস্টার: বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ভারতীয় দলের ‘অ্যাওয়ে’ জার্সি নিয়ে রাজনীতিবিদরা যতই বিতর্কে জড়ান না কেন, এ বিষয়ে মাথাই ঘামাচ্ছেন না ক্রিকেটাররা। এমনই জানিয়েছেন ভারতীয় দলের বোলিং কোচ ভরত অরুণ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘কোন রঙের জার্সি পরে খেলতে হবে সেটা আমরা জানি না। তাই এ বিষয়ে আমরা কিছুই ভাবছি না। আমরা শুধু খেলা নিয়েই ভাবছি।’
ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে কমলা রঙের জার্সি পরে খেলবে ভারতীয় দল। এই জার্সি নিয়ে আপত্তি তুলেছে কংগ্রেস ও সমাজবাদী পার্টি। মহারাষ্ট্রের সপা বিধায়ক আবু আজমির দাবি, মোদি সরকার গৈরিকীকরণের লক্ষ্যেই ভারতীয় দলের জার্সির রং বদলে দিয়েছে। কংগ্রেস বিধায়ক নাসিম খানেরও দাবি, ক্রীড়া, সংস্কৃতি, শিক্ষা সহ দেশের সবক্ষেত্রেই গৈরিকীকরণের চেষ্টা চালাচ্ছে মোদি সরকার। তবে অরুণ জানিয়েছেন, তাঁরা রাজনীতির বিষয় নিয়ে ভাবতে নারাজ। আজ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নীল জার্সি পরেই খেলতে নামবেন বিরাট কোহলিরা।
কোন রঙের জার্সি পরে খেলতে হবে আমরা জানি না, শুধু খেলা নিয়েই ভাবছি, বলছেন ভরত অরুণ
Web Desk, ABP Ananda
Updated at:
27 Jun 2019 02:16 PM (IST)
আজ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নীল জার্সি পরেই খেলতে নামবেন বিরাট কোহলিরা।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -