বেঙ্গালুরু: আইপিএল-এ গতকাল কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে হারের জন্য দলের জঘন্য ফিল্ডিংকেই দায়ী করলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলি। তিনি বলেছেন, ‘আমাদের জয় প্রাপ্য ছিল না। আমার মনে হয়, জেতার জন্য যথেষ্ট চেষ্টা করিনি। নিজেদের প্রতি কঠোর হতে হবে। এরকম ফিল্ডিং করলে জেতা যায় না। যেটা এক রান হওয়ার কথা, সেটাতে আমরা বাউন্ডারি দিয়েছি। এরকম ফিল্ডিং করা যায় না। আমরা এই ম্যাচে ভাল খেলতে পারিনি।’


কেকেআর-এর বিরুদ্ধে হারের পর লিগ টেবলে সাত নম্বরে আরসিবি। বিরাটরা যদি আগামীকাল মুম্বই ইন্ডিয়ান্সের কাছেও হারেন, তাহলে প্লে-অফে যেতে হলে বাকি ম্যাচগুলি জিততেই হবে। তার মধ্যে চারটি আবার অ্যাওয়ে ম্যাচ। এ বিষয়ে আরসিবি অধিনায়ক বলেছেন, ‘আমার পক্ষে এই মুহূর্তে নির্দিষ্টভাবে কিছুই বলা সম্ভব নয়। এখান থেকে প্লে-অফে যেতে হলে বাকি সাতটি ম্যাচের মধ্যে ছটিতে জিততে হবে আমাদের। আমাদের এখন থেকে প্রতিটি ম্যাচকেই সেমি-ফাইনাল ভেবে খেলতে হবে। ভুল, আত্মতুষ্টি বা দ্বিধার কোনও জায়গা নেই। আশা করি দলের সবাই ভাল পারফরম্যান্স দেখাবে।’

আরসিবি-র অপর এক তারকা ব্রেন্ডন ম্যাকালাম বলেছেন, ‘কেকেআর-এর বিরুদ্ধে এ বি ডিভিলিয়ার্স খেলতে না পারায় আমরা ধাক্কা খেয়েছি। ও অন্যতম সেরা ক্রিকেটার। আশা করি ও মুম্বইয়ের বিরুদ্ধে মাঠে নামতে পারবে।’