হরমনপ্রীতের এখনও সই হয়নি, বলছেন সিডনি থান্ডারের জেনারেল ম্যানেজার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Jun 2016 02:45 PM (IST)
মেলবোর্ন: মহিলাদের বিগ ব্যাশ লিগের চ্যাম্পিয়ন দল সিডনি থান্ডার এখনও হরমনপ্রীত কউরকে সই করায়নি। শনিবার এমনই বলেছেন এই দলের জেনারেল ম্যানেজার নিক কামিন্স। তবে তিনি জানিয়েছেন, তাঁরা এই ভারতীয় ক্রিকেটারকে দলে নিতে আগ্রহী। এ বিষয়ে আলোচনা চলছে। শুক্রবার বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুর ইঙ্গিত দেন, প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে বিদেশের টি-২০ লিগে খেলতে চলেছেন হরমনপ্রীত। এই অলরাউন্ডার নিজেও বলেন, তাঁর কাছে বিগ ব্যাশের তিনটি দলে খেলার প্রস্তাব রয়েছে। তবে তিনি সিডনি থান্ডারকেই বেছে নিয়েছেন। কারণ, এই দল গতবারের চ্যাম্পিয়ন। তাছাড়া দলে তিনি ছাড়া মাত্র একজন বিদেশি ক্রিকেটার আছেন। বিগ ব্যাশ লিগের নিয়ম অনুয়ায়ী, মাত্র দু জন বিদেশিকে খেলানো যায়। ফলে সিডনি থান্ডারের হয়ে তাঁর খেলার সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু শেষপর্যন্ত হরমনপ্রীতের বিগ ব্যাশে খেলা হবে কি না, সেটা এখনও স্পষ্ট নয়।