নয়াদিল্লি: নিজের আগ্রাসন কমিয়ে নরম হওয়ার কোনও প্রয়োজন নেই বিরাট কোহলির। নিন্দুকরা যাই বলুক, ভারতীয় দলের এমন আগ্রাসী অধিনায়কই চাই, মত বিসিসিআইয়ের ক্রিকেট উপদেষ্টা কমিটির সদস্য মদন লালের। উল্লেখ্য, তিনি ১৯৮৩-র বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্যও।


বিরাট কোহলি। বর্তমান সময়ের গ্রেটদের মধ্যে নিঃসন্দেহে একজন। টেস্ট, টি-টোয়েন্টি, ওয়ান ডে সব ফর্ম্যাটেই বিরাটের পারফরম্যান্স বিশ্ববন্দিত। স্যার ভিভিয়ান রিচার্ডস, স্টিভ ওয়া, সুনীল গওয়াস্কর, কপিল দেব, সচিন তেন্ডুলকর থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় মতো কিংবদন্তিদের মুখে সবসময়ই বিরাটের প্রশংসা। তাঁর নেতৃত্বেই ভারত অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জিতেছে। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ভারত এখনও এক নম্বরে। এরপরও তাঁকে নিয়ে সমালোচনা হয়। আর এই সমালোচনার নেপথ্যে মাঠে বিরাটের আগ্রাসী মেজাজ। কখনও উইকেট নিয়ে তাঁর উছ্বাস, কখনও শতরানের পর মেজাজ নিয়ে সেলিব্রেশন আবার কখনও দর্শকদের উদ্দেশে বিতর্কিত অঙ্গভঙ্গি করা কিংবা কিছু বলা, যা ক্যামেরায় ধরা পড়ে যায়। সম্প্রতি ম্যাচ শেষের প্রেস কনফারেন্সে এক বিদেশি সাংবাদিকের প্রশ্নেও চটে যেতে দেখা যায় তাঁকে। এসবের পরে স্বাভাবিকভাবেই বিরাটের আগ্রাসন নিয়ে প্রশ্ন ওঠে। অনেকেই মনে করেন, বিরাটের একটু ‘নরম’ হওয়া উচিত।


যদিও মদন লাল একেবারেই এমনটা মনে করেন না। তাঁর বক্তব্য, “আমি বুঝতে পারি না ভারতের মানুষ কেন বিরাট কোহলিকে নরম হওয়ার কথা বলে। প্রথমে সবাই একজন আগ্রাসী অধিনায়ক চেয়েছে। এখন বিরাট আগ্রাসী হওয়ার পর কেন ওকে নরম হতে বলা হচ্ছে। আগে অনেকে বলত, ভারতীয়দের মধ্যে একেবারেই আগ্রাসী নয়। এখন তাঁরাই আবার বলছে ভারতীয়রা এতো আগ্রাসী কেন? আমি নিজে কোহলির আগ্রাসন উপভোগ করি এবং মনে করি ওর মতোই একজন অধিনায়কেরই আমাদের প্রয়োজন।”