বার্মিংহাম: ভারত-পাকিস্তান ম্যাচ মানেই তীব্র উত্তজেনা মাঠে ও গ্যালারিতে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আগামী রবিবার পরস্পরের মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। এই হাইভোল্টেজ ম্যাচে আগে নিজেদের শান্ত-সংযত রাখতে চাইছে পাকিস্তান। ভারতের বিরুদ্ধে খেলার চাপ যাতে দলের ক্রিকেটারদের পারফরম্যান্সে প্রভাব না ফেলে সে সম্পর্ক সতর্কতা অবলম্বন করছে পাক শিবির। পাক ব্যাটসম্যান হ্যারিস সোহেল বলেছেন, ভারতের বিরুদ্ধে ম্যাচের জন্য দলের অতিরিক্ত কোনও মোটিভেশনের প্রয়োজন নেই। তবে প্রতিপক্ষ কে, তা ভুলে গিয়ে নিজেদের খেলাটা খেলতে হবে পাকিস্তান দলকে।
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার আগে শেষ প্রস্তুতি ম্যাচ বৃষ্টির জন্য খেলতে পারেনি পাকিস্তান। ম্যাচে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া ১০ ওভারে ৫৭ রান করে। এরপর খেলা বৃষ্টির জন্য বন্ধ হয়ে যায়।
এবার পাকিস্তান আগামী রবিবারের ম্যাচের দিকেই নজর দিচ্ছে।
উমর আকমলের জায়গায় দলে এসেছেন ২৮ বছরের সোহেল হ্যারিস। ভারতের বিরুদ্ধে মাঠে নামার আগে ইংল্যান্ডের পরিস্থিতির সঙ্গে পাক দল মানিয়ে নিতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। হ্যারিস বলেছেন, তাঁদের দল এখানে দুই সপ্তাহ রয়েছে।
হ্যারিস বলেছেন, দলের প্রস্তুতি খুব ভালো হয়েছে। ভারতের বিরুদ্ধে ম্যাচটা খুবই বড়। কিন্তু ওই ম্যাচ অন্য পাঁচটা ম্যাচের মতোই।
হ্যারিস বলেছেন, কঠিন ম্যাচগুলির জন্য নিজেদের তৈরি করছি। বোলিং ও ফিল্ডিং আমাদের শক্তি। এই দিকগুলি নিয়েই আমরা কাজ করছি।
প্রতিপক্ষ কে, তা ভুলেই ভারতের বিরুদ্ধে মাঠে নামতে হবে: হ্যারিস সোহেল
ABP Ananda, web desk
Updated at:
31 May 2017 07:37 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -