কিংস্টন: দ্বিতীয় টেস্টে খেলতে নামার আগে দলের পারফরম্যান্সের উন্নতি করার ডাক দিলেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার। তাঁর মতে, অ্যান্টিগা টেস্টে তাঁদের ব্যাটিং-বোলিং মোটেই ভাল হয়নি। এই টেস্টে তাই সব বিভাগেই উন্নতি করতে হবে।

 

ক্যারিবিয়ান অধিনায়ক বলেছেন, তাঁরা এই টেস্টে ধারাবাহিকতার উপর জোর দিচ্ছেন। ভারতের ব্যাটসম্যানদের উপর চাপ তৈরি করার জন্য দু দিক থেকেই ভাল বল করে যেতে হবে। ব্যাটসম্যানদেরও ক্রিজে পড়ে থাকতে হবে এবং রান তুলতে হবে।

 

সাবিনা পার্কের পিচ নিয়ে হোল্ডার বলেছেন, ‘আমরা এখানে শেষবার টেস্ট খেলেছিলাম গত বছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সেবার পিচে যথেষ্ট ঘাস ছিল না। অতীতে এখানে পিচে ঘাস থাকলেও, দেখা গিয়েছে তেমন গতি নেই। তাই পিচ কেমন আচরণ করবে সে বিষয়ে আগাম মন্তব্য করা উচিত নয়।’

 

এই টেস্টের জন্য ঘোষিত ১৩ জনের দলে আছেন তরুণ পেসার আলজারি জোসেফ। তাঁর প্রশংসা করেছেন হোল্ডার। তবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অসাধারণ বল করা এই তরুণকে সাবিনা পার্কে প্রথম একাদশে রাখা হবে কি না, সে বিষয়ে কোনও মন্তব্য করেননি ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক।

 

জামাইকায় খেলতে নামার আগে তরুণ ক্রিকেটারদের অনুপ্রেরণার অভাব নেই বলেই মত হোল্ডারের। তিনি বলেছেন, স্যার গারফিল্ড সোবার্স, ম্যালকম মার্শাল, জোয়েল গার্নারদের খেলা দেখে বড় হওয়া তরুণরা তাঁদের মতো হতে চায়। সবাই টেস্ট খেলতে চায়। তাই আশা করা যায়, দল ঘুরে দাঁড়াবে।