মুম্বই: নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম একদিনের ম্যাচে ৬ উইকেটে হারের দায় ব্যাটসম্যানদের উপরেই চাপালেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ম্যাচ শেষ হওয়ার পর তিনি বলেছেন, ‘কুয়াশার কথা মাথায় রেখে বলছি, শেষ ১৩-১৪ ওভারে আমরা ২০-৩০ রান কম করেছি। দিনের প্রথমার্ধে উইকেট অন্যরকম আচরণ করছিল। আমাদের ব্যাটিং পারফরম্যান্স আরও ভাল হওয়া উচিত ছিল। আরও দু’জন ব্যাটসম্যান যদি ক্রিজে টিকে থাকতে পারত, আরও কয়েক ওভার ব্যাট করতে পারত, তাহলে আমরা অতিরিক্ত ৪০ রান করতে পারতাম।’
নিজেদের ব্যাটিং ব্যর্থতাকে দোষারোপ করার পাশাপাশি কিউয়ি ব্যাটসম্যানদের পারফরম্যান্সের প্রশংসাও করেছেন বিরাট। তিনি বলেছেন, ‘আমাদের মনে হয়েছিল ২৭৫ রান করেই ম্যাচ জেতা সম্ভব হবে। কিন্তু রস (টেলর) ও টম (লাথাম) দারুণ খেলেছে। রান আউট ছাড়া ওরা আমাদের কোনও সুযোগই দেয়নি। ২০০ রানের পার্টনারশিপ গড়তে পারলে জয় প্রাপ্য। নিউজিল্যান্ড আমাদের স্পিনারদের বলে দারুণ ব্যাটিং করেছে। ওরা ফাস্ট বোলারদেরও খুব ভালভাবে সামলেছে। টম ও রসকে কৃতিত্ব দিতেই হবে। বিশেষ করে টমের কথা বলতেই হবে। কারণ, রস দীর্ঘদিন ধরে খেলছে। কিন্তু টম খুব বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেনি। কিন্তু তা সত্ত্বেও দারুণ পারফরম্যান্স দেখিয়েছে।’
হারের জন্য ব্যাটসম্যানদের দুষছেন বিরাট
Web Desk, ABP Ananda
Updated at:
23 Oct 2017 08:14 AM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -