ফিল্ডিং ডুবিয়েছে, ভারতের সামনে আমরা দাঁড়াতেই পারিনি, বলছেন নিউজিল্যান্ডের অধিনায়ক
Web Desk, ABP Ananda | 02 Nov 2017 05:55 PM (IST)
নয়াদিল্লি: সিরিজের প্রথম টি-২০ ম্যাচে হারের জন্য ভারতের ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি নিজেদের খারাপ ফিল্ডিংকেও দায়ী করলেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। তিনি বলেছেন, ‘প্রস্তুতির জন্য পরিবেশ কঠিন। কিন্তু আমাদের দলের ক্রিকেটারদের যে অভিজ্ঞতা আছে, তাতে আমরা কোনও অজুহাত দিতে পারি না। বিকেলে খেলা হলেই শিশির পড়ে। দলের বেশিরভাগ ক্রিকেটারই অন্যান্য যে মাঠগুলিতে খেলেছে, সেখানেও শিশিরের সমস্যা আছে। ভারতীয় দল সেই পরিবেশে দারুণ খেলেছে।’ গতকালের ম্যাচে নিউজিল্যান্ড তিনটি ক্যাচ মিস করেছে। ইনিংসের শুরুতেই ভারতের দুই ওপেনার শিখর ধবন ও রোহিত শর্মার ক্যাচ পড়ে। সে কথা উল্লেখ করেই উইলিয়ামসন বলেছেন, তিন বিভাগেই ভারত তাঁদের পর্যুদস্ত করেছে। টি-২০ ফর্ম্যাটে ম্যাচ জিততে গেলে তাঁদের আরও ভাল খেলতে হবে। ভারতের দুই পেসার ভুবনেশ্বর কুমার ও জসপ্রীত বুমরাহর প্রশংসা করে তাঁদের বিশ্বের সবচেয়ে ধারাবাহিক বোলার বলে উল্লেখ করেছেন উইলিয়ামসন। তাঁর মতে, টি-২০ ক্রিকেটে ব্যাটসম্যানদের আরও আক্রমণাত্মক হতে হবে। গতকালের ম্যাচে শুরু থেকেই চাপে ছিল দল। সেই অবস্থায় রান রেট বাড়ানো সহজ ছিল না। যখনই তাঁর রান রেট বাড়ানোর চেষ্টা করেছেন, উইকেট পড়ে গিয়েছে। ভারতের বোলাররা দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন। সেই কারণেই হেরে গিয়েছে নিউজিল্যান্ড।