গ্রস আইলেট: তৃতীয় টেস্ট জিতে সিরিজে ২-০ এগিয়ে গিয়েছে ভারত। সিরিজ জয় হয়ে গিয়েছে। কিন্তু তা বলে  শেষ টেস্টে হাল্কা মেজাজে খেলতে নামার কোনও প্রশ্নই নেই। চতুর্থ টেস্টেও জয়ই লক্ষ্য ভারতীয় দলের। অধিনায়ক বিরাট কোহলি স্পষ্ট করে দিয়েছেন, শেষ টেস্টে আরও ইতিবাচক মানসিকতা নিয়ে মাঠে নামবে দল।

 

তৃতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছিল। তারপরেও সহজেই টেস্ট জিতে নিয়েছে ভারতীয় দল। ব্যাটসম্যানদের পাশাপাশি বোলাররাও অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন। ২৩৭ রানে ম্যাচ জিতেছে ভারত। এই বিশাল জয়ের পর কোহলি বলেছেন, ‘দলের সবাই খুব খুশি। জামাইকায় বৃষ্টির জন্য একটা দিন নষ্ট হয়েছিল। সেই টেস্টের পঞ্চম দিনে আমরা প্রত্যাশিত ফল পাইনি। এখানেও তৃতীয় দিন বৃষ্টির জন্য খেলা হয়নি। তবে চতুর্থ দিন বোলাররা অসাধারণ খেলেছে এবং আমরা যেটা চাইছিলাম সেটাই করেছে।’

 

এই টেস্টের প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাকফুটে ঠেলে দেন মিডিয়াম পেসার ভুবনেশ্বর কুমার। তার আগে অবশ্য ঋদ্ধিমান সাহা ও রবিচন্দ্রন অশ্বিন শতরান করে দলকে লড়াই করার জায়গায় নিয়ে যান। এই তিন ক্রিকেটারেরই প্রশংসা করেছেন কোহলি। তবে তিনি এই জয়ের পরেও দলের খেলায় আরও উন্নতি চাইচেন। প্রয়োজন অনুসারে পরিকল্পনা বদল করতেও কোনও আপত্তি নেই ভারতের টেস্ট অধিনায়কের। তিনি এই টেস্টে তিন নম্বরে ব্যাট করতে নেমেছিলেন। দলের প্রয়োজনে ওপেন করতেও রাজি কোহলি। তিনি একই প্রথম একাদশ বা ব্যাটিং পজিশন আঁকড়ে থাকার পক্ষে নন। পরিস্থিতি অনুযায়ী বদল করার নীতি নিয়েই চলতে চান কোহলি।