অ্যাডিলেড: ভারতের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে এখনও লড়াইয়ে আছে অস্ট্রেলিয়া। এমনই দাবি করেছেন অস্ট্রেলিয়ার ওপেনার মার্কাস হ্যারিস। এই টেস্টেই অভিষেক হয়েছে তাঁর। প্রথম ইনিংসে ২৬ রান করেছেন তিনি। দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার পর এই ব্যাটসম্যান বলেছেন, ‘ভারতের বোলাররা ভাল বোলিং করেছে। আমাদের রান রেট দুইয়ের সামান্য বেশি। আমাদের জন্য আজকের দিনটা কঠিন ছিল। রান করা সহজ ছিল না। তাই আমার মনে হয়, আমরা ভাল লড়াই করেছি। ট্রেভিস হেড, পিটার হ্যান্ডসকম্ব ও মিচেল স্টার্ক ভাল ব্যাটিং করেছে। আমরা ভাল জায়গায় আছি।’
অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় দিনের শেষে প্রথম ইনিংসে ভারতের ২৫০ রানের জবাবে অস্ট্রেলিয়ার রান ৭ উইকেটে ১৯১। ভারতের চেয়ে এখনও ৫৯ রানে পিছিয়ে অস্ট্রেলিয়া। তবে হ্যারিস মনে করছেন, রবিচন্দ্রন অশ্বিন ভাল বল করায় এবং বিরাট কোহলি ভাল ফিল্ডিং সাজানোর ফলে রান করা কঠিন হয়ে যায়। তবে এর মধ্যেও তাঁরা লড়াই করেছেন।
আমরা এখনও লড়াইয়ে আছি, বলছেন অস্ট্রেলিয়ার ওপেনার মার্কাস হ্যারিস
Web Desk, ABP Ananda
Updated at:
07 Dec 2018 05:21 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -