অশ্বিন যে তিনটি উইকেট নিয়েছেন, সেগুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ আউটের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখলেন ভারতের তরুণ উইকেটরক্ষক ঋষভ পন্ত। ডিআরএস নেওয়ার ক্ষেত্রে তিনি অধিনায়ক বিরাট কোহলি ও অশ্বিনকে এমনভাবে সাহায্য করলেন, যা মনে করিয়ে দিল মহেন্দ্র সিংহ ধোনিকে। সেইসঙ্গে মুরলি বিজয়ও ইঙ্গিতে জানালেন, তিনিও ব্যাটে বল লাগার শব্দ শুনতে পেয়েছেন।
আসলে ওই উইকেটটি ছিল উসমান খোয়াজার। তাঁকে আউট করা ভারতের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ ছিল। ৪০ তম ওভারে অশ্বিনের তৃতীয় বলটি সামান্য টার্ন নিয়ে খোয়াজার ব্যাট ঘেঁষে ঋষভের দস্তানায় চলে যায়। ঋষভ ও অশ্বিন দুজনেই আউটের জোরাল আবেদন করেন। কিন্তু আম্পায়ার ধর্মসেনা আর্জি খারিজ করে দেন। এরপর আর দেরি না করে অশ্বিন, ঋষভ ও বিজয় ডিআরএস চান।
রিভিউতে থার্ড আম্পায়ার খোয়াজাকে আউট ঘোষণা করেন। ওই মুহূর্তে খোয়াজার উইকেটটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। কারণ, পিচ আঁকড়ে খেলার চেষ্টা করছিলেন তিনি।আউট হওয়ার আগে ১২৫ বল খেলে ২৮ রান করেন তিনি। খোয়াজা আর কিছুক্ষণ থাকলে ভারতের পক্ষে পরিস্থিতি জটিল হয়ে যেতে পারত। কিন্তু অশ্বিন-ঋষভের জুটি ভারতের কাজ সহজ করে।