কলকাতা: দিল্লিতে কুস্তিগীরদের (Wrestler Protest) হেনস্থায় প্রতিবাদের ঝড় আছড়ে পড়েছে গোটা দেশে। বুধবারের পর বৃহস্পতিবারও কলকাতায় প্রতিবাদ তৃণমূল কংগ্রেসের।


বৃহস্পতিবার ময়দানে গোষ্ঠ পালের মূর্তির পাদদেশে প্রতিবাদে হাজির ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'দিল্লিতে নন্দলাল সরকার চলছে। কুস্তিগীরদের আন্দোলনের পাশে আছি আমরা। কুস্তিগীরদের জন্য আমাদের আন্দোলন জারি থাকবে। দেশের জন্য লড়াই করে পদক জিতেছেন কুস্তিগীররা। সেই কুস্তিগীরদের ওপরেই অত্যাচার, জুলুম মেনে নেওয়া যায় না।'


এদিন মোমবাতি মিছিলও করেন মুখ্যমন্ত্রী। মমতার সঙ্গে হাঁটেন ময়দানের তিন প্রধানের প্রতিনিধিরা। হাজির ছিলেন ক্রিকেট, ফুটবল থেকে শুরু করে অন্যান্য খেলার তারকারাও। মমতা বলেন, 'রাস্তায় আছি, থাকব, রাস্তাই আমাদের পথ দেখাবে। যতক্ষণ না পর্যন্ত ব্রিজভূষণ গ্রেফতার হবেন, ততক্ষণ আন্দোলন চলবে।'


দিল্লিতে কুস্তিগীরদের হেনস্থার প্রতিবাদে ময়দানে গোষ্ঠ পালের মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ মমতা বন্দ্যোপাধ্যায়ের। কুস্তিগীরদের পাশে থাকার বার্তা মমতার।


বিজেপি সাংসদ তথা ভারতের কুস্তি ফেডারেশনের প্রধান ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে আন্দোলনের ঝাঁঝ ক্রমাগত বাড়াচ্ছেন কুস্তিগীররা। যৌন হেনস্থায় অভিযুক্ত ব্রিজ ভূষণের বিরুদ্ধে এখনও অবধি কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এই পরিস্থিতিতে গতকাল পদকজয়ী আন্দোলনকারী কুস্তিগীররা হরিদ্বারের গঙ্গায় নিজেদের পদক ভাসিয়ে দিতে যান। যা অবশ্য কৃষক নেতাদের কথায় স্থগিত রাখেন। আন্দোলনকারী কুস্তিগীরদের পাশে থাকার বার্তা দিয়েছেন একাধিক রাজনৈতিক নেতা। এই পরিস্থিতিতে এই ঘটনা নিয়ে এবার মন্তব্য করলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur)। সাম্প্রতিক সময়ে যা সম্ভবত সরকারের তরফে কোনও বিবৃতি। তিনি আন্দোলনকারীদের বিরুদ্ধে "গোলপোস্ট পাল্টে" ফেলার অভিযোগ আনেন। পাশাপাশি তাঁদের বার্তা দিয়ে বলেন, তাঁদের এমন কিছু করা উচিত নয় যা খেলা এবং অন্য অ্যাথলিটদের ক্ষতি করে।


দিল্লির যন্তর মন্তরে কুস্তিগীরদের ধর্না মঞ্চে দেখা গেছে বিরোধী দলের রাজনৈতিক নেতাদের। সেই প্রসঙ্গ উল্লেখ করে আজ কেন্দ্রীয়মন্ত্রী বলেন, "অ্যাথলিটরা নিজেরাই বলেছেন যে এই প্ল্যাটফর্মটা রাজনীতি করার জন্য নয়। কিন্তু, তার পরেও রাজনৈতিক দলগুলি এসেছে এবং এই মঞ্চ শেয়ার করেছেন।"


এই ঘটনা প্রসঙ্গে কোনও মন্তব্য করবেন না জানিয়েও পরে অনুরাগ ঠাকুর বলেন, "আমি অ্যাথলিটদের বলব, দিল্লি পুলিশের তদন্ত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। দিল্লি পুলিশ বিষয়টি সুপ্রিম কোর্টকে জানিয়েছে এবং এফআইআরও ফাইল করেছে। যতক্ষণ না তদন্ত শেষ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এমন কোনও পদক্ষেপ নেবেন না যাতে খেলার এবং খেলোয়াড়দের ক্ষতি হয়।"



 আরও পড়ুন: ABP Exclusive: পরিচয়পত্রের বিভ্রাটে পিছিয়ে গেল ফেরা, ৪টি আঙুল বাদ যেন না যায়, প্রার্থনা পিয়ালির