কলকাতা: সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্টে (Syed Mushtaq Ali T20) বৃহস্পতিবার অভিযান শুরু করছে বাংলা। প্রতিপক্ষ ছত্তীসগঢ়। তবে ম্যাচের চব্বিশ ঘণ্টা আগে বাংলা শিবিরকে উদ্বেগে রেখেছে ম্যাচের সময়সূচি। কারণ, গুয়াহাটিতে ম্যাচ শুরু হবে সকাল সাড়ে আটটায়! যা নিয়ে প্রশ্ন তুললেন বাংলার কোচ অরুণ লাল।


ছত্তীসগঢ় ম্যাচের নকশা সাজাতে বসে সময়সূচি নিয়ে বেশ বিরক্ত অরুণ লাল (Arun Lal)। গুয়াহাটি থেকে মোবাইল ফোনে এবিপি লাইভকে বাংলার কোচ বললেন, 'অসমে এই সময়ে খেলা রাখলে শিশিরের সমস্যা তো হবেই। বিকেল চারটেয় অন্ধকার হয়ে যায়। অথচ দুটো ম্যাচ করতে হবে। দিন-রাতের ম্যাচও হচ্ছে না যে, রাতে ম্যাচ করানো যাবে। আমি কোনওদিন কোনও প্রতিযোগিতামূলক ম্যাচ সকাল সাড়ে আটটায় শুরু হতে দেখিনি। ক্লাব ম্যাচও এত সকালে শুরু হয় না।'


সকাল সাড়ে আটটায় ম্যাচ শুরু হবে। টস সকাল আটটায়। শিশির কতটা প্রভাব ফেলতে পারে ম্যাচে? অরুণ লাল বলছেন, 'সকালে পিচে ভিজে ভাব থাকবে। এখানে সকাল সাতটায় বেশ রোদ উঠে যায়। তবে তা জোরাল নয়। তাই সেই রোদে মাঠ কতটা শুকোবে, জানি না। প্রস্তুতির সময় যা দেখলাম, উইকেট অবশ্য বেশ শুকনো ছিল। তবে কিউরেটরের কাজটা কঠিন হবে। পিচে যাতে ভিজে ভাব না থাকে, সেটা দেখতে হবে।' জানা গেল, বোর্ডের পিচ কমিটির পূর্বাঞ্চলীয় প্রতিনিধি আশিস ভৌমিক গুয়াহাটিতে রয়েছেন। তিনিই পিচ প্রস্তুতির দায়িত্ব তত্ত্বাবধান করছেন।


বাংলার সম্ভাবনা নিয়ে অবশ্য আশাবাদী অরুণ। জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার বলছেন, 'আমাদের প্রস্তুতি নিয়ে খুব খুশি। সবাই পরিশ্রম করেছে। ১৫-২০টা প্রস্তুতি ম্যাচ খেলেছি। তরুণ দল। সবাই খুব ফিট। শক্তিশালী। ফলাফল নিয়ে ভাবছি না। ভাল ক্রিকেট খেলব।'


সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে শুরু থেকে ঋদ্ধিমান সাহাকে পাচ্ছে বাংলা। 'ও ভারতীয় দলের ক্রিকেটার। আইপিএল খেলে ফিরল। ও থাকা মানে বাড়তি সুবিধা তো বটেই। ঋদ্ধি মানুষ হিসাবেও খুব ভাল। কোনও ইগো নেই। ও দলের সম্পদ,' বলছিলেন অরুণ।


পরপর তিনদিন তিনটে ম্যাচ খেলতে হবে বাংলাকে। তবে চিন্তিত নন অরুণ লাল। বলছেন, 'আমরা এভাবেই পরপর ম্যাচ খেলে প্রস্তুতি নিয়েছি। টানা পাঁচদিন ম্যাচ খেলেছি। বিজয়ওয়াড়াতে একদিনে দুটো ম্যাচ খেলেছি। সব দলেরই এক সূচি। তাই এ নিয়ে ভাবছি না।' যোগ করছেন, 'আমাদের তরুণ দল। খুবই ভাল। অনেক প্রতিভাবান ক্রিকেটার রয়েছে। সুদীপ নেতৃত্ব দিচ্ছে। ঋদ্ধিমান সাহা রয়েছে। সব মিলিয়ে ভাল খেলার ব্যাপারে আমি আত্মবিশ্বাসী।'