কলকাতা: সোমবার কলকাতা প্রেস ক্লাবে দশম অনূর্ধ্ব ১৩ সাব জুনিয়র রাজ্য বাস্কেটবল (Basketball) চ্যাম্পিয়নশিপের ঘোষণা করল আলিপুর স্পোর্টস ক্লাব। এ দিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাক্তন ভারতীয় ফুটবলার আলভিটো ডি'কুনহা, চলচ্চিত্র পরিচালক ডক্টর শান্তনু সিনহা, মনীশ শর্মা (ভাইস প্রেসিডেন্ট, আলিপুর স্পোর্টস ক্লাব) এবং রাজশেখর রায়, সুদীপ্ত দাস, প্রমুখ।


এই বাস্কেটবল প্রতিযোগিতাটি দশ অগাস্ট থেকে শুরু হবে এবং পনেরো অগাস্ট অবধি চলবে। মাঝেরহাট ইস্টার্ন রেলওয়ে স্পোর্টস কমপ্লেক্সে এবং পশ্চিমবঙ্গ বাস্কেটবল অ্যাসোসিয়েশনের প্রাঙ্গনে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলের ক্লাবগুলি অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন ক্লাবের কর্মকর্তারা। হাওড়া, হুগলি, বর্ধমান, বীরভূম সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে মোট আটচল্লিশটি ছেলে ও মেয়েদের দল এই প্রতিযোগিতায় অংশ নেবে। এ ছাড়াও কলকাতা থেকে কুড়িটি প্রতিষ্ঠিত বাস্কেটবল দলও প্রতিযোগিতায় অংশ নেবে।


আলিপুর স্পোর্টস ক্লাবের সভাপতি মণীশ শর্মা বলেছেন, "আমরা প্রাথমিকভাবে রাজ্য জুড়ে নতুন সম্ভাবনার বিকাশের অভিপ্রায় নিয়ে এই প্রতিযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি এখন থেকে অনেক প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে আর তারা ভবিষ্যতে জাতীয় স্তরে খেলবে। বাংলার বাস্কেটবলের উন্নয়নের জন্যই আমাদের এই প্রয়াস।"


বাতিল নামিবিয়া সফর


বাংলা দলের নামিবিয়া সফর বাতিল হয়ে গেল। প্রাক মরসুমের প্রস্তুতি সারতে নামিবিয়া (Namibia) উড়ে যাওয়ার কথা ছিল শাহবাজ আহমেদ, আকাশ দীপদের। কিন্তু ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (Indian Cricket Board) অনুমতি মেলেনি। তাই বাতিল হয়ে গেল এই সফর। আসন্ন টি-টোয়েন্টি (T20 World Cup) বিশ্বকাপে অংশ নিতে চলেছে নামিবিয়া। সেই দলের বিরুদ্ধেই খেলতে নামার কথা ছিল বাংলা দলের। কিন্তু বিসিসিআইয়ের তরফে এক চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে নামিবিয়া সফরে দলকে পাঠাতে পারবে না সিএবি।


বছর কয়েক আগে লক্ষ্মীরতন শুক্লর নেতৃত্বে প্রাক মরসুম প্রস্তুতির জন্য শ্রীলঙ্কা গিয়েছিল বাংলা দল। মুথাইয়া মুরলীধরন তখন ভিশন ২০২০ প্রকল্পে বাংলার স্পিন বোলিং কোচ। ফের প্রাক মরসুম প্রস্তুতির জন্য বিদেশ সফর পাড়ি দেওয়ার কথা ছিল বাংলা দলের। এই সফর হলে বাংলা দলের কোচ হিসেবে লক্ষ্মীরতন শুক্লরও এটা প্রথম বিদেশ সফর হত। উল্লেখ্য, শ্রীলঙ্কার বিরুদ্ধে নিজেদের টি-টোয়েন্টি বিশ্বকাপের অভিযান শুরু হওয়ার কথা নামিবিয়ার। তার আগেই বাংলা দলের বিরুদ্ধে প্রস্তুতি সেরে নিত নামিবিয়া ক্রিকেট দল। কিন্তু বিসিসিআই অনুমতি না দেওয়ায় তা আর হচ্ছে না। 


আরও পড়ুন: সাফল্যের সিংহভাগ কৃতিত্ব দ্রাবিড়, রোহিতকেই দিচ্ছেন সিরিজ সেরা নবাগত অর্শদীপ