সঞ্চয়ন মিত্র, কলকাতা : আগামী মাসেই রাজ্যজুড়ে শুরু হচ্ছে দাবা টুর্নামেন্ট (All Bengal Chess Tournament)। সারা বাংলা দাবা সংস্থার উদ্য়োগে আয়োজিত হতে চলেছে প্রিমিয়ার চেস লিগ (Premier Chess League)। গোটা রাজ্যকে ভাগ করা হয়েছে ৬ টি জোনে।


সারা বাংলা দাবা সংস্থা (Sara Bangla Daba Sangstha) ও ইভেন্টজ্-এর যৌথ উদ্যোগে শুরু হতে চলেছে প্রিমিয়ার চেস লিগ। ১০ জুন থেকে শুরু হচ্ছে টুর্নামেন্ট। ১২ ও ১৩ অগাস্ট হবে রাজ্যস্তরে চ্যাম্পিয়নশিপের খেলা। গোটা রাজ্যকে মোট ৬ টি জোনে ভাগ করা হয়েছে। প্রত্যেকটি জোনেই র‍্যাপিড চেস ও ব্লিটসজ ২ ধরনের খেলাই হবে। অনূর্ধ্ব ১০, অনূর্ধ্ব ১২ ও অনূর্ধ্ব ১৪ তিন ভাগে ভাগ করা হচ্ছে অংশগ্রহণকারীদের বয়সসীমা। জেলার সেরা হিসাবে যারা উঠে আসবে, তারা সুযোগ পাবে রাজ্যস্তরে খেলার। 


নতুনদের পাশাপাশি এই চেস লিগে অংশ নেবেন বাংলার গ্র্যান্ড মাস্টার ও ইন্টারন্যাশনাল মাস্টাররাও। প্রতিটি জোনে পুরস্কার হিসেবে থাকছে প্রায় ১ লক্ষ টাকা করে নগদ। মেগা ফাইনালে প্রাইজ মানি ৩ লক্ষ টাকা।                 


আরও পড়ুন- ঘরের মাঠে রিয়ালকে ৪-০ উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ম্যাঞ্চেস্টার সিটি


আগামী দিনে অন্য রাজ্যেও এই প্রতিযোগিতার আয়োজন করার কথা ভাবছে সারা বাংলা দাবা সংস্থা।                        


আরও পড়ুন: প্রচণ্ড গরম থেকে শরীরকে বাঁচাতে পাতে রাখুন এই খাবারগুলি


প্রসঙ্গত, ৩৭ তম ইন্ডিয়ান অয়েল টেবিল টেনিস সামার ক্যাম্প শুরু হয়ে গেল গত ১৫ মে থেকে। ভবানীপুরের নর্দান পার্কের কলকাতা স্কাউট অ্যান্ড গাইড হলে এই ক্যাম্প আয়োজিত হচ্ছে। বেঙ্গল টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ১৯৮৬ সালে প্রথম এই ক্যাম্প শুরু হয়েছিল। ৬ থেকে ১২ বছর বয়সের ছেলে মেয়েরা এই ক্যাম্পে অংশ নেবে। 


এই ক্যাম্পে দেখা যাবে বিশিষ্ট টেবিল টেনিস তারকা অনিন্দিতা চক্রবর্তী, কিশলয় বসাক, মৌমা দাস, পৌলমী ঘটক, সুতীর্থা মুখোপাধ্যায়, শিবাজী দত্ত, নুপূর সাঁতরা, কৃত্তিকা সিনহা রায় সহ আরও অনেককে। মূলত এঁরাই তত্ত্বাবধান করবেন কচিকাঁচাদের। এই পুরো ক্যাম্পটির আয়োজক দক্ষিণ কলকাতা টেবিল টেনিস অ্যাসোসিয়েশন। মূল দুটো ভেনুতে মোট ১০০জন ছেলে মেয়ে অংশ নেবে এই ক্যাম্পে।