লাহৌর: পাকিস্তানের সেনাবাহিনীতে যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ করলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার মার্লন স্যামুয়েলস। ট্যুইটারে এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘আমি হৃদয় থেকে একজন পাকিস্তানি। তাই পাকিস্তানে পিসএসএল ফাইনাল খেলতে আসার সিদ্ধান্ত নেওয়ার জন্য বেশি ভাবনা-চিন্তা করতে হয়নি। পাকিস্তানে ক্রিকেট খেলতে আসা আমার কাছে শুধু খেলা নয়, এর অন্য তাৎপর্যও আছে। দলের সাফল্য এবং মানুষের করুণ মুখে হাসি ফোটানোর জন্যই আমি এদেশে আসি।’


এবারের পিএসএল-এ পেশোয়ার জালমি দলের হয়ে খেলেছেন স্যামুয়েলস। বেশ কয়েকজন আন্তর্জাতিক ক্রিকেটার লাহৌরে পিএসএল ফাইনাল খেলতে যেতে রাজি না হলেও, স্যামুয়েলস লাহৌরে যান। তিনি নিরাপত্তা ব্যবস্থার জন্য পাক প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।


পাক সেনাবাহিনীর প্রধান জেনারেল কামার জাভেদ বাজবা পিএসএল চ্যাম্পিয়নদের সঙ্গে দেখা করেন। এরপরেই তাঁকে উদ্দেশ্য করে স্যামুয়লেস বলেছেন, ‘জেনারেল, আমার জামার কাঁধে যদি ধাতব ব্যাজ থাকে, তাহলে পাকিস্তানে আসতে কোনও অসুবিধা নেই। কাঁধে ব্যাজের অপেক্ষায় আছি। আমি পাকিস্তানের সেনাবাহিনীর অংশ হতে চাই।’

পেশোয়ার জালমি দলের সিইও জাভেদ আফ্রিদি পাল্টা ট্যুইট করে স্যামুয়েলসকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, ‘তোমার এই সুবর্ণ শব্দের মাধ্যমে সারা বিশ্বের কাছে বার্তা গেল যে আমরা শান্তিপ্রিয় দেশ এবং ক্রিকেট খেলা ভালবাসি। তুমি হৃদয়ের চ্যাম্পিয়ন।’