গ্রস আইলেট: ভারত-ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় টেস্ট ক্রমশঃ আকর্ষণীয় হয়ে যাচ্ছে। বৃষ্টির জন্য তৃতীয় দিনের খেলা পুরোটাই ভেস্তে যাওয়ার পর চতুর্থ দিনে ২২ রানে ওয়েস্ট ইন্ডিজকে অলআউট করে দিল ভারত। পাঁচ উইকেট নিলেন ভুবনেশ্বর কুমার। প্রথম ইনিংসে ১২৮ রানে এগিয়ে ভারত। ম্যাচের বাকি এখনও প্রায় দেড় দিন। আবহাওয়া বিরূপ না হলে এই টেস্টের ফল হওয়ার সম্ভাবনা আছে।
চতুর্থ দিন সকাল থেকেই ভারতের বোলাররা ক্যারিবিয়ান ব্যাটসম্যানদের চাপে ফেলে দেন। লাঞ্চের সময় ওয়েস্ট ইন্ডিজের রান ছিল ৩ উইকেটে ১৯৪। দিনের দ্বিতীয় সেশনে বাকি ৭ উইকেট তুলে নিলেন ভারতের বোলাররা। ক্যারিবিয়ানদের পক্ষে লড়াই চালান ক্রেগ ব্রেথওয়েট (৬৪) এবং মার্লন স্যামুয়েলস (৪৮)। একাধিক ক্যাচ না পড়লে অবশ্য অনেক আগেই শেষ হয়ে যেত ক্যারিবিয়ানদের ইনিংস। তবে ভারতকে ক্যাচ ফেলার বেশি খেসারত দিতে হয়নি।
ভারতের ব্যাটসম্যানরা দ্রুত রান তুলতে পারলে এবং বোলাররা ভাল পারফরম্যান্স দেখাতে পারলে এই টেস্টে বিরাট কোহলিদের জয়ের সম্ভাবনা আছে।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
ভুবনেশ্বরের ৫ উইকেট, ২২৫ রানে শেষ ওয়েস্ট ইন্ডিজ
Web Desk, ABP Ananda
Updated at:
12 Aug 2016 06:43 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -