অ্যান্টিগা: এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) চূড়ান্ত হতাশাজনক পারফর্ম করেছে দুই বারের টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ (West Indies Cricket Team)। প্রথম রাউন্ডেই বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এর জেরেই কোচের দায়িত্ব ছাড়ছেন ফিল সিমন্স (Phil Simmons)। এই বছরের শেষেই ওয়েস্ট ইন্ডিজ কোচের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন সিমন্স।


সিমন্সের অধীনে বিশ্বজয়


২০১৫ সাল থেকে দুই দফায় ওয়েস্ট ইন্ডিজ দলের কোচের দায়িত্ব পালন করেছেন সিমন্স। ফিল সিমন্সের কোচিংয়েই ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজ ইডেন গার্ডেন্সে দ্বিতীয়বারের জন্য টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল। তবে এ বারের বিশ্বকাপে তিন ম্যাচের মধ্যে একটিতেই জয় পান নিকোলাস পুরানরা। জিম্বাবোয়েকে হারালেও, তারা স্কটল্যান্ড ও আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে পরাজিত হয়। এক ম্যাচ জিতে বিশ্বকাপের সুপার ১২-এ পৌঁছতে পারেনি দল। এর ফলেই দায়িত্ব ছাড়ছেন সিমন্স। তিনি এই বছরের শেষে, ডিসেম্বর মাসের শুরুর দিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের দুই ম্য়াচের টেস্ট সিরিজের পর সিমন্স দায়িত্ব ছাড়বেন।


 






ক্ষমা চাইলেন সিমন্স


তবে দায়িত্ব ছাড়ার বিষয়ে কথা বলার সময় সিমন্স জানান, তিনি শুধুমাত্র দলের বিশ্বকাপে ব্যর্থতার জেরেই কোচের দায়িত্ব ছাড়ছেন না, বরং বহুদিন ধরেই তিনি এই বিষয়ে ভাবনাচিন্তা করছিলেন। সিমন্স বলেন, 'আমি জানি আমাদের এই ব্যর্থতার ফলে শুধুমাত্র আমাদের দল নয়, বরং যে সকল দেশের হয়ে আমরা প্রতিনিধিত্ব করি, তাঁরা সকলেই কষ্ট পাচ্ছেন। আমরা বিশ্বকাপে একেবারেই ভাল খেলতে পারেনি এবং আমাদের এবার বাইরে বসেই টুর্নামেন্টটা দেখতে হবে। এর জন্য আমি সকলের কাছে ক্ষমা চাইছি।'


তিনি আরও বলেন, 'এটা (কোচের পদ ছাড়াটা) হঠাৎ করে নেওয়া কোনও সিদ্ধান্ত নয়, আমি বেশ কয়েকদিন ধরেই এই নিয়ে ভাবনাচিন্তা করছিলাম। এবার সর্বসমক্ষে এটা জানানোর সময় এসেছে যে আমি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের পরেই প্রধান কোচের দায়িত্ব ছাড়তে চলেছি। হয়তো সময়ের কিছুটা আগেই এই সিদ্ধান্ত নিচ্ছি। তবে এখন আমি সম্পূর্ণভাবে আমাদের টেস্ট দল হালে যেই উন্নতি করেছে, সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই সচেষ্ট হব।' 


আরও পড়ুন: শেষ চার ওভারে ৫৪ রান তুলে জয়, রেকর্ড ভারতের