অ্যান্টিগা:ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম টেস্টে লজ্জার রেকর্ড বাংলাদেশের। টেস্ট ইতিহাসে তাদের সর্বনিম্ন রানে অল আউট হয়ে গেল বাংলাদেশ।কেমার রোচের বিধ্বংসী বোলিংয়ে অ্যান্টিগার স্যর ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে মাত্র ১৮.৪ ওভারে  ৪৩ রানে বাংলাদেশের সব ব্যাটসম্যান প্যাভিলিয়নে ফিরে যান।টেস্টে বাংলাদেশের এটি কোনও ইনিংসে সবচেয়ে কম রানের নজির। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এটিই কোনও দলের সবচেয়ে কম রানের ইনিংস। টেস্ট ক্রিকেটের ১৪১ বছরের ইতিহাসে এটি দ্বিতীয় সংক্ষিপ্ততম ইনিংস। ২০১৫-তে নটিংহ্যামে অস্ট্রেলিয়া ১৮.৩ ওভারে ৬০ রানে আউট হয়েছিল। তার থেকে মাত্র একটি বেশি বল স্থায়ী হয় বাংলাদেশের ইনিংস। বাংলাদেশের হয়ে লিটন দাস সর্বোচ্চ ২৫ রান করেন। তিনি ছাড়া আর কোনও ব্যাটসম্যানই দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি। চার ব্যাটসম্যান খাতাই খুলতে পারেননি। কেমার রোচ সবচেয়ে বেশি পাঁচ উইকেট নিয়েছেন। মিগুয়েল কামিংস তিন উইকেট নেন। জেসন হোল্ডার দুই উইকেট দখল করেন। এরপর ব্যাট করতে নেমে দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২ উইকেটে ২০১ রান।