এদিন প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৪৮ রান তোলে অজি-প্রমীলারা। ক্যাঙারুদের হয়ে ভাল রান করেন মেগ ল্যানিং এবং এলিজে ভিলানি। দুজনই অর্ধশতরান (৫২) করেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ভাল বল করেন দিয়েন্দ্রা ডটিন। ৩৩ রান দিয়ে ৩ উইকেট দখল করেন তিনি।
জবাবে মাত্র ২ উইকেট খুইয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। জয়ের বড় ভিত তৈরি করেন দুই ওপেনার হ্যালি ম্যাথুজ (৪৫ বলে ৬৬) এবং অধিনায়ক স্টেফানি টেলর (৫৭ বলে ৫৯)। প্রথম উইকেটেই ওঠে ১২০ রান। সেখানেই কার্যত ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে যায়।
জয়ের পর আনন্দে আত্মহারা হয়ে পড়ে গোটা ওয়েস্ট ইন্ডিজ শিবির। মাঠেই সেলিব্রেশন শুরু করে দেন টিমের সদস্যারা। সেখানে যোগ দেন ওয়েস্ট ইন্ডিজ পুরুষ টিমও, যারা নিজেরাও ফাইনাল খেলার জন্য মাঠে উপস্থিত হয়েছিলেন। পুরুষ দলের অল-রাউন্ডার ডোয়েন ব্রাভোর লেখা ‘চ্যাম্পিয়ন’ গানের তালে তালে নাচতে দেখা যায় সকলকে।
প্রসঙ্গত, গত ৯ আন্তর্জাতিক মহিলা টি-২০ ম্যাচে এই প্রথম অজিদের হারাল ওয়েস্ট ইন্ডিজ।