নয়াদিল্লি: চলতি সিরিজের প্রথম টেস্টে ভারতের কাছে বিধ্বস্ত হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় টেস্টের আগে ক্যারিবিয়ান শিবিরে স্বস্তির খবর। দলে ফিরছেন অধিনায়ক জেসন হোল্ডার ও নিয়মিত ফাস্ট বোলার কেমার রোচ। ১২ অক্টোবর থেকে শুরু দ্বিতীয় টেস্ট।
একেবারে টসের আগে হোল্ডারের না খেলার কথা জানা যায়। এতে ওয়েস্ট ইন্ডিজ টিম কম্বিনেশন নিয়ে সমস্যায় পড়ে গিয়েছিল। এর আগে ঠাকুমা মারা যাওয়ায় দেশে ফিরতে হয়েছিল রোচকে।
ওয়েস্ট ইন্ডিজ কোট স্টুয়ার্ট ল জানিয়েছেন, হায়দরাবাদে এসেছেন রোচ। রবিবার ভারতে পৌঁছে সোজা হায়দরাবাদে চলে গিয়েছেন রোচ।
রাজকোট টেস্টে রোচ ও হোল্ডারের অনুপস্থিতিতে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপের সামনে ক্যারিবিয়ান বোলিং আক্রমণকে খুবই দুর্বল দেখিয়েছে। পৃথ্বী শ, বিরাট কোহলি ও রবীন্দ্র জাডেদার শতরানে ভর করে ভারত ৬৪৯ রানের বিশাল স্কোর করে। তিনদিনেই ভারত ইনিংস ও ২৭২ রানে ম্যাচ জিতে যায়।
কোচের আশা, রোচ ও হোল্ডারের মতো বোলারের উপস্থিতিতে দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বোলিং আক্রমণের ঝাঁঝ বাড়বে।
গত পাঁচ বছরে হোল্ডার ও রোচ দলের হয়ে যথাক্রমে ৮১ ও ৭৮ টি উইকেট নিয়েছেন। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়ের হাতও বেশ ভালো হোল্ডারের। ২০১৪ তে অভিষেকের পর আট নম্বরে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বাধিক রান সংগ্রহকারী হোল্ডার। ২৮.৬৮ গড়ে ৮৩২ রান করেছেন তিনি। একটি সেঞ্চুরি ও চারটি হাফসেঞ্চুরি রয়েছে তাঁর।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরছেন হোল্ডার ও রোচ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
09 Oct 2018 01:39 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -