কিংস্টন: দ্বিতীয় টেস্টের পঞ্চম দিন অসাধারণ ব্যাটিং করে ম্যাচ বাঁচিয়ে দেওয়ার জন্য ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের কুর্ণিশ করছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তিনি বলেছেন, ওয়েস্ট ইন্ডিজ অসামান্য ব্যাটিং করেছে। এরপর শুধু টুপি খুলে ক্যারিবিয়ান ব্যাটসম্যানদের সম্মান জানাতেই পারেন তিনি।

 

৪৮ রানে ৪ উইকেট অবস্থায় পঞ্চম দিনের খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। চতুর্থ দিন মাত্র ১৫.৫ ওভার খেলা হয়েছিল। তারই মধ্যে ৪ উইকেট হারায় ক্যারিবিয়ানরা। ফলে পঞ্চম দিন ভারতের জয় নিয়ে বিশেষজ্ঞদের কোনও সংশয় ছিল না। কিন্তু সবাইকে ভুল প্রমাণ করে ম্যাচ ড্র করেছে ওয়েস্ট ইন্ডিজ। রস্টন চেস অসাধারণ দৃড়তার পরিচয় দিয়েছেন। তিনি ১৩৭ রানে অপরাজিত থেকে যান।

 

ক্যারিবিয়ানদের এই লড়াইয়ের প্রশংসা করে কোহলি বলেছেন, ‘প্রথম টেস্ট হারের পর দ্বিতীয় টেস্টেও পিছিয়ে পড়ার পর ম্যাচ বাঁচাতে গেলে বিশেষ কিছু করতে হয়। ওয়েস্ট ইন্ডিজ সেটাই করেছে। ওরা যেভাবে খেলেছে, তার জন্য কৃতিত্ব দিতেই হবে। চতুর্থ দিন বৃষ্টির জন্য খুব কম সময়ই খেলা হয়েছিল। সেটার জন্য আমরা হতাশ। তবে কোনও অজুহাত দিতে চাই না। টেস্ট ক্রিকেটই এরকমই।’

 

পঞ্চম দিন ওয়েস্ট ইন্ডিজের ৬ উইকেট তুলতে না পারার জন্য ভারতীয় বোলারদের দোষারোপ করতে নারাজ কোহলি। তিনি বলেছেন, ‘আমাদের বোলাররা সেরাটাই দিয়েছে। আমরা সুযোগও তৈরি করেছিলাম। কিন্তু তা কাজে লাগেনি। প্রথম চার দিন পিচ সতেজ ছিল। বলের শক্ত ভাবও একটা বড় ফ্যাক্টর। বল নরম হয়ে গেলে ২৫-৩০ ওভারের পরেই আর কিছু করার থাকে না। তারপরেও বোলাররা চেষ্টা করে গিয়েছে। পাঁচ জন বোলারের সেরা পারফরম্যান্সের পরেও যদি বিপক্ষের ব্যাটসম্যানরা দুর্দান্ত খেলেন, তাহলে তাঁদের টুপি খুলে সম্মান জানাতেই হয়।’