লখনউ টেস্টে আড়াই দিনের মধ্যে আফগানিস্তান বধ করে ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি যুদ্ধে নামছে ওয়েস্ট ইন্ডিজ
Web Desk, ABP Ananda | 29 Nov 2019 03:56 PM (IST)
৬ ডিসেম্বর হায়দরাবাদের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে ওয়ান ডে সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ।
লখনউ: আড়াই দিনেরও কম সময়ে আফগানিস্তানকে হারিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ। একমাত্র টেস্টে ৯ উইকেটে জিতলেন ক্যারিবিয়ানরা। ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে স্বাভাবিকভাবেই যা অনেক আত্মবিশ্বাসী করে তুলবে ওয়েস্ট ইন্ডিজকে। ভারতই এখন আফগানিস্তানের হোমগ্রাউন্ড। বিরাট কোহলিদের বিরুদ্ধে সীমিত ওভারের ক্রিকেটে দ্বৈরথের আগে লখনউয়ে এক ম্যাচের টেস্ট সিরিজ খেলল ওয়েস্ট ইন্ডিজ। আড়াই দিনেরও কম সময়ে ম্যাচটি জিতে নিয়েছে তারা। প্রথমে ব্যাট করে ১৮৭ রানে অল আউট হয়ে যায় আফগানিস্তান। রাহকিম কর্নওয়াল ৭ উইকেট নেন। জবাবে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ তোলে ২৭৭ রান। সেঞ্চুরি করেন শামার ব্রুকস। দ্বিতীয় ইনিংসে আফগানিস্তান অল আউট হয় ১২০ রানে। কর্নওয়াল তিন উইকেট নেন। ম্যাচ সব মিলিয়ে দশ উইকেট অফস্পিনারের। শুক্রবার দ্বিতীয় ইনিংসে মাত্র ৬.২ ওভারে এক উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ৩৩ রান তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। সব মিলিয়ে ম্যাচের তৃতীয় দিন মাত্র এক ঘণ্টাতেই ম্যাচের ফয়সালা হয়ে যায়। ১০ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন কর্নওয়াল। ৬ ডিসেম্বর হায়দরাবাদের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে ওয়ান ডে সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ।