চেন্নাই: সাইক্লোন ভরদার দাপটে চিপকের মাঠ, পিচ ভিজে থাকায় অনুশীলনের অনুমতি পাওয়া যায়নি। এমনকী ইন্ডোরও ক্ষতিগ্রস্ত হওয়ায় সেখানেও নেট প্র্যাকটিস করা সম্ভব হয়নি। কিন্তু ব্যাটিং অনুশীলন না করেই টেস্ট ম্যাচ খেলতে নারাজ ইংল্যান্ডের নির্ভরযোগ্য ব্যাটসম্যান জো রুট। উপায় না দেখে রাস্তাতেই ব্যাটিং অনুশীলন করলেন তিনি।

শুক্রবার থেকে শুরু হচ্ছে পঞ্চম টেস্ট। তার আগে নেট প্র্যাকটিস করতে না পেরে হাল্কা ফিল্ডিং অনুশীলন করেই উঠে যান ভারত ও ইংল্যান্ডের ক্রিকেটাররা। কিন্তু রুট সবাইকে অবাক করে দু জন সাপোর্ট স্টাফকে নিয়ে সিমেন্টের রাস্তায় গিয়ে নকিং শুরু করে দেন। কংক্রিটের পিচে পুল বা হুক শট অনুশীলনের জন্য যে টার্ফ বল ব্যবহার করা হয়, সেই বলই রুটের দিকে ছুঁড়ে দিচ্ছিলেন ইংল্যান্ড দলের থ্রোডাউন বিশেষজ্ঞ। রুট সেই বলেই ব্যাটিং অনুশীলন করেন।