করাচি: বিসিসিআইকে ১.৬ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ হিসেবে দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দ্বিপাক্ষিক চুক্তি না মানায় আইসিসি-র কাছে মামলা দায়ের করেছিল পিসিবি। তারা এই মামলায় হেরে যাওয়ায় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে খেসারত হিসেবে ওই অর্থ দিতে হয়েছে বলে জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান এহসান মানি।
৭০ মিলিয়ন ডলারের দাবি জানিয়ে গত বছর আইসিসি-র বিবাদ নিষ্পত্তি কমিটি-র কাছে একটি ক্ষতিপূরণের মামলায় দায়ের করেছিল পিসিবি। কিন্তু আইসিসি পিসিবি-র আর্জি খারিজ করে বিসিসিআই-কে এই মামলার আইনি খরচের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়।
মানি বলেছেন, ক্ষতিপূরণ মামলায় হেরে পিসিবি-র প্রায় ২.২ মিলিয়ন ডলার লোকসান হয়েছে।
মানি বলেছেন, আইসিসি কমিটি জানায় যে পাকিস্তান মামলা দায়ের করেছিল। তাই ভারতীয় বোর্ডকে ক্ষতিপূরণ বা খরচ বাবদ প্রায় ১.৬ মিলিয়ন ডলার দিতে হয়েছে।
পিসিবি দাবি করেছিল যে, ভারতের সঙ্গে তাদের ২০১৫ থেকে ২০২৩ পর্যন্ত ছয়টি দ্বিপাক্ষিক সিরিজ খেলার জন্য আইনি বাধ্যতামূলক সমঝোতা স্বারকপত্র (মউ) স্বাক্ষরিত হয়েছিল। কিন্তু বিসিসিআই সেই প্রতিশ্রুতি পূরণ না করায় কয়েক মিলিয়ন ডলার ক্ষতি হয়েছে।
ভারতীয় বোর্ড এর জবাবে জানিয়েছিল যে, পিসিবি-র সঙ্গে আলোচনা ছিল প্রস্তাব মাত্র, তা কখনই আইনি বাধ্যতামূলক মউ ছিল না।
শেষপর্যন্ত বিসিবিআই-এর যুক্তিতে আইসিসি-র কমিটি গ্রহণ করে। পিসিবি-র মামলা খারিজ হয়ে যায়।
আইসিসি-তে মামলায় হেরে বিসিসিআই-কে ১.৬ মিলিয়ন মার্কিন ডলার খেসারত দিয়েছে পিসিবি, বললেন মানি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 Mar 2019 07:08 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -