নয়াদিল্লি: মহেন্দ্র সিংহ ধোনিকে নিয়ে মুগ্ধতার কথা শোনালেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ফাস্টবোলার মাইকেল হোল্ডিং। ভারতের জোড়া বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়কের কেরিয়ারের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন ক্যারিবিয়ান কিংবদন্তি।
১৫ই অগাস্ট ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণের কথা ঘোষণা করেছিলেন। হোল্ডিং বলেছেন, “অধিনায়ক ধোনিকে কখনওই উত্তেজিত হতে দেখিনি। চাপের মুখে পড়লে সতীর্থদের ডেকে কথা বলত, শান্তভাবে আলোচনা করত। তারপর নির্লিপ্তভাবে যে যেখানে ফিল্ডিং করছিল সেখানে চলে যেত।”
অনেকে বলেন, সীমিত ওভারের ক্রিকেটের মতো টেস্টে অতটা প্রভাব বিস্তার করেত পারেননি ধোনি। যদিও ভারতীয় উইকেটরক্ষকের টেস্ট ক্রিকেটের দক্ষতা নিয়েও উচ্ছ্বসিত প্রশংসা করেছেন হোল্ডিং। বলেছেন, “ধোনি প্রথমসারির ব্যাটসম্যান ছিল না। উইকেটরক্ষক-ব্যাটসম্যান ছিল। তার পরেও টেস্ট ক্রিকেটে প্রায় ৫০০০ রান। এত দীর্ঘ কেরিয়ারে সমান দক্ষতায় উইকেটরক্ষা করে গিয়েছে দুর্দান্তভাবে, যা সত্যিই প্রশংসনীয়।” হোল্ডিং যোগ করেছেন, “শুধু টেস্টেই নয়, ওয়ান ডে-র কথা ভাবুন। এত বছর নিজেকে ফিট রেখেছে। আর অধিনায়ক হিসাবে তো দুর্দান্ত।”
অধিনায়ক ধোনিকে কখনও উত্তেজিত হতে দেখিনি, অসাধারণ কেরিয়ার, বললেন কিংবদন্তি হোল্ডিং
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
23 Aug 2020 02:49 PM (IST)
১৫ই অগাস্ট ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণের কথা ঘোষণা করেছিলেন।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -