কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, ডি কক ওয়ার্নারের স্ত্রী ক্যান্ডিস সম্পর্কে কিছু আপত্তিজনক মন্তব্য করেছিলেন। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন ওয়ার্নার। বচসা এতটাই চরম পর্যায়ে পৌঁছে যায় যে, দুজনের মধ্যে হাতাহাতির উপক্রম হয়।
দক্ষিণ আফ্রিকার মিডিয়ায় ওয়ার্নারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি নাকি ডি’কক-কে অশ্রাব্য গালাগালি করেন। এমনকী তাঁর মা ও বোনকে নিয়েও আপত্তিকর মন্তব্য করেন। সমানে ব্যক্তিগত আক্রমণে ডি’কক নিজেকে আর ধরে রাখতে পারেননি বলে অভিযোগ। তিনিও ওয়ার্নারের স্ত্রী-কে নিয়ে পাল্টা অপমানজনক মন্তব্য করেন। এতেই অস্ট্রেলীয় ওপেনার খেপে গিয়ে আরও গালিগালাজ করেন।
অসি অধিনায়ক স্টিভ স্মিথ এসে বুঝিয়ে সুঝিয়ে ওয়ার্নারকে এগিয়ে যেতে বলেন। দুই দলের বাকি খেলোয়াড়রাও দুই ক্রিকেটারকে শান্ত করার চেষ্টা করেন। ভিডিওতে প্রথমে উসমান খোয়াজা, পরে টিম পেন এবং শেষে স্টিভ স্মিথকে ঘটনাস্থল থেকে ওয়ার্নারকে নিয়ে যেতে দেখা গিয়েছে।
কিন্তু ওয়ার্নার এতটাই রেগে গিয়েছিলেন যে, ফিরে এসে তাঁকে ডি কককে কিছু বলতে দেখা যায় ভিডিও-তে। বচসা বাড়তে দেখে এগিয়ে আসেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডুপ্লেসি। যদিও ভিডিও-তে ডি কককে শান্ত থাকতেই দেখা গিয়েছে।
উল্লেখ্য, এর আগে ইংল্যান্ডের ফ্যান গ্রুর বার্মি আর্মিও ওয়ার্নারের স্ত্রীকে নিয়ে স্লেজিং করেছিল। একটি গানের মাধ্যমে তারা ওয়ার্নারকে স্লেজিং করেছিল।