মুম্বই: ভারতীয় ক্রিকেটের (Indian Cricket Team) ইতিহাস নিয়ে কথা উঠলেই মহেন্দ্র সিংহ ধোনির (Mahendra Singh Dhoni) কথা উঠবেই। একমাত্র অধিনায়ক হিসেবে দেশের হয়ে আইসিসির (ICC) তিনটি ট্রফি জিতেছেন। তার মধ্যে রয়েছে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১১ বিশ্বকাপ জিতেছেন। ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন। এছাড়াও চারটি আইসিসি ট্রফির ফাইনালে উঠে হারতে হয়েছে। রানার্স আপ হয়ে হয়েছে। ধোনি পরবর্তী সময়ে বিরাট ও রোহিতরা অধিনায়ক হয়েছেন, কিন্তু ক্যাপ্টেন কুলের মত সাফল্য কেউই পাননি। ধোনি নিজে থেকে নেতৃত্ব ছেড়েছিলেন গর্বের সঙ্গে। কিন্তু বিরাট কোহলিকে একপ্রকার চাপের মুখে ছাড়তে হয়েছিল টেস্টের অধিনায়কত্ব। সীমিত ওভারের ফর্ম্যাটে জাতীয় দলের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল কোহলিকে। 


বিরাটের পরিবর্তে রোহিত শর্মাকে অধিনায়ক নির্বাচিত করা হয়েছিল। কিন্তু ২ বছরও না যেতে না যেতেই এবার তাঁরই ক্যাপ্টেন্সি ভাগ্য সুতোয় ঝুলছে। এই পরিস্থিতিতে মুখ খুললেন প্রাক্তন জাতীয় নির্বাচক ভূপিন্দর সিংহ। ধোনিকে যে নির্বাচকমণ্ডলী অধিনায়ক নির্বাচিত করেছিল, সেই মণ্ডলীর সদস্য ছিলেন ভূপিন্দর। কেন অধিনায়ক করা হয়েছিল ধোনিকে? এই প্রশ্নের উত্তরে ভূপিন্দর বলেন, ''কোথাও একটা ও দলের অধিনায়ক হিসেবে অটোমেটিক চয়েস ছিলই। কিন্তু তাছাড়াও বডি ল্যাঙ্গুয়েজ, প্লেয়ারদের সঙ্গে বোঝাপড়া, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, ম্যান ম্যানেজমেন্ট স্কিল এগুলোও ধোনিকে এগিয়ে রেখেছিল। আমরা একটা পজিটিভ ফিডব্যাক পেয়েছিলাম।''


আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে উড়ে যাচ্ছে ভারতীয় দল। সেখানে ২টো টেস্ট, ৩টি ওয়ান ডে ও পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ২ দল। রোহিত শর্মার নেতৃত্বে খেলতে নামবে ভারতীয় দল। কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে হারের পর রোহিতের অধিনায়কত্বের মেয়াদ আর কতদিন থাকছে, তা নিয়ে সন্দেহ থাকছেন। এছাড়াও নিজেও রোহিত ব্যাট হাতে ফর্মে নেই এই মুহূর্তে।


বিরাটের পােস্ট


টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (Test Championship Final) হারের পর থেকে তাঁকেও সমালোচনায় বিদ্ধ হতে চলেছে। দ্বিতীয় ইনিংসে যেভাবে অফস্ট্যাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে ক্যাচ আউট হয়েছেন, তা নিয়ে সোশ্য়াল মিডিয়ায় ট্রোলও হতে হয়েছে বিরাট কোহলিকে (Virat Kohli)। খেলার মাঝে আউট হয়ে ড্রেসিংরুমে ফিরে গিয়ে কোহলির খাওয়ার খাওয়ার ছবি প্রকাশ্যে আসতেই নিন্দুকেরা মুখ খুলেছেন। এবার সোশ্য়াল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন বিরাট। নিজের ওয়ার্কআউটের ভিডিও পোস্ট করলেন প্রাক্তন ভারত অধিনায়ক। সেখানেই ক্যাপশনে তিনি লিখেছেন, ''অজুহাতের খোঁজ করুন, বা ভাল কিছু দেখুন।'' অর্থাৎ নিন্দুকজের উদ্দেশ্যেই যে এই বার্তা তা বুঝতে অপেক্ষা রাখে না। সামনেই ওয়েস্ট ইন্ডিজ সফর রয়েছে, তার জন্য়ই চূড়়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত এই মুহূর্তে বিরাট।