মুম্বই: সম্ভাব্য গন্তব্য গুজরাত উপকূল। তবে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় তওতে-র প্রভাব পড়েছে মহারাষ্ট্রেও। মুম্বইয়েও ভয়াবহ চেহারা নিয়েছে ঘূর্ণিঝড়। যা দেখে উদ্বিগ্ন বিরাট কোহলিদের জাতীয় দলের কোচ রবি শাস্ত্রী। তিনি ট্যুইট করেছেন, 'ঘূর্ণিঝড় মানে ঘূর্ণিঝড়ই। বিধ্বংসী। আজ যা দেখা যাচ্ছে তার সামনে গত বছরের নিসর্গ মিকি মাউসের মতো। এখনও ধ্বংসলীলা চলছে। আশা করছি স্থলভাগে প্রবেশ করে এর চেয়ে ভয়াবহ ক্ষতি করবে না।' মুম্বই ইন্ডিয়ান্স দলের তরফে সোশ্যাল মিডিয়ায় আরব সাগরের ভয়াবহ চেহারার ভিডিও পোস্ট করে সকলকে বাড়িতে থাকার আর্জি জানানো হয়েছে।


আজ রাত থেকে কাল ভোরের মধ্যে গুজরাত উপকূলে আছড়ে পড়তে চলেছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় তওতে। যে রাজ্যগুলিতে এই ঝড়ের প্রভাব পড়তে পারে, সেই রাজ্যগুলিতে মোতায়েন করা হয়েছে এনডিআরএফের ১০০ টি দল। সবচেয়ে বেশি ৪৪ দল মোতায়েন করা হয়েছে গুজরাতে। এছাড়াও মহারাষ্ট্রে ১২, কেরলে ৯ ও তামিলনাড়ুতে এনডিআরএফের আটটি দল মোতায়েন করা হয়েছে। এনডিআরএফ সূত্রে খবর, প্রত্যেক দলে রয়েছেন ৪৭ জন সদস্য। প্রত্যক দলের কাছেই রয়েছে ঝড় ও বন্যার মতো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রয়োজনীয় বোট ও অন্যান্য সামগ্রী। এছাড়াও গোয়াতে একটি ও দিউতে দুটি দল মোতায়েন করা হয়েছে।



এনডিআরএফ সূত্রে খবর, ১০০ টি দলের মধ্যে ৭৯ দল এখন সমস্ত প্রভাবিত রাজ্যের উপকূলবর্তী এলাকায় মোতায়েন রয়েছে। এছাড়াও রিজার্ভে রয়েছে ১৪ টি দল। সেইসঙ্গে ২২ দল গাজিয়াবাদ, ভাতিণ্ডা, ভুবনেশ্বর ও বিজয়ওয়াড়ায় ২২ দলকে প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও উপকূলরক্ষী বাহিনী সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত কেরল, কর্ণাটক, গোয়া ও মহারাষ্ট্রে কোনও মৎস্যজীবীর নিখোঁজ হওয়ার খবর নেই। মৎস্যজীবীদের সংগঠনগুলি জানিয়েছে, সমস্ত বোটই সুরক্ষিতভাবে তীরে পৌঁছেছে।


ঘূর্ণিঝড়ের মোকাবিলায় এনডিআরএফ, বায়ুসেনা, নৌসেনা ও উপকূলরক্ষী বাহিনী সমস্ত রাজ্য ও স্থানীয় প্রশাসনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। এছাড়াও নৌসেনার দলও ত্রাণ ও উদ্ধার কাজের জন্য প্রস্তুত। উপকূলরক্ষী বাহিনী মৎস্যজীবীদের সুরক্ষিত অবস্থায় ফিরিয়ে আনার কাজ করেছে। বায়ুসেনার ১৬ টি ট্রান্সপোর্ট এয়ারক্র্যাফ্ট ও ১৮ হেলিকপ্টার যে কোনও পরিস্থিতির মোকাবিলায় প্রস্তুত।