নয়াদিল্লি: ভারতীয় দলের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সহবাগের বিধ্বংসী ব্যাটিংয়ের কথা সবাই জানেন। নিজের জমানায় যে কোনও বোলিং অ্যাটাককে অবলীলায় নির্বিষ করে দিতে দেখা গিয়েছে তাঁকে। বীরুকে দেখে মনে হত, ব্যাটিংটা কতই না সহজ। হোয়াট দ্য ডাক ২ নামে একটি চ্যাট শো-তে ভারতীয় দলের স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের কথায় ধরা পড়েছে ব্যাটসম্যান বীরুর মনোভাবের একটা দিক। অশ্বিন জানিয়েছেন, কীভাবে একটা ম্যাচে স্পিনার হরভজন সিংহকে বারোটা ছক্কা মেরেছিলেন নজফগড়ের নবাব। রোহটকে ওই ম্যাচ হয়েছিল।
অশ্বিন জানিয়েছেন, নেটে অনুশীলনে তাঁকে একবার হতাশায় ডুবিয়ে দিয়েছিলেন সহবাগ। তাঁর প্রত্যেকটা বলকে কাট করছিলেন বীরু। এতে হতাশ হয়ে শেষপর্যন্ত তিনি বীরুর দ্বারস্থ হয়েছিলেন। জানতে চেয়েছিলেন, কী করলে তিনি ভালো বোলিং করতে পারবেন। উত্তরে বীরু বলেছিলেন, অফস্পিনারদের তিনি বোলার বলেই মনে করেন না।
অশ্বিন জানিয়েছেন, একদিন তিনি বুঝতে পারলেন যে বীরুকে আসলে তাঁর 'ইগো'-র বিরুদ্ধে বোলিং করতে হবে। বীরুর মুখে একটা চমকপ্রদ কথা শুনেই সেই উপলব্ধি হয়। সহবাগ অশ্বিনকে বলেছিলেন যে, রোহতকে একটা ম্যাচ চলাকালে তাঁর জ্বর হয়েছিল। সেই ম্যাচে হরভজন সিংহকে এক ডজন ছক্কা মেরেছিলেন। অশ্বিন বলেছেন, দুরন্ত অফস্পিনার হরভজন। তাঁকে এভাবে জ্বর নিয়েও এতগুলি ছক্কা মারার পুরো ঘটনা জানতে চান অশ্বিন। উত্তরে বীরু বলেন, ওপেন করতে নেমেছিলেন তিনি। প্রথমে দুটি ছক্কা মেরেছিলেন। পরে জ্বর হওয়ায় প্যাভিলিয়নে ফিরতে হয় তাঁকে। এরপর দশ নম্বরে ব্যাট করতে নামেন বীরু। তখনই ভাজ্জির বলে বাকি ওভারবাউন্ডারিগুলো মারেন তিনি। এভাবে ভাজ্জির বলে ছক্কা মারার চেষ্টা করলেন কেন, তা অশ্বিন জানতে চাইলে বীরু বলেন, উইকেট স্পিন সহায়ক ছিল। বল ঘুরছিল। তাই প্রত্যেকটা বলে লেগ সাইডে শট খেলার সিদ্ধান্ত নেন তিনি। বীরু জানান, পিচের বাইরের বল, এমনকি অফস্ট্যাম্পের বলও লেগ সাইড দিয়ে মাঠের বাইরে ফেলেছিলেন তিনি।
যখন হরভজনের বলে এক ডজন ছক্কা মেরেছিলেন সহবাগ
ABP Ananda, web desk
Updated at:
08 Jun 2017 12:08 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -