অতীতেও পাকিস্তানের ব্যাটসম্যানরা অনেকবার হাস্যকরভাবে রান আউট হয়েছেন। প্রাক্তন অধিনায়ক তথা বর্তমানে প্রধান নির্বাচক ইনজামাম উল হকের এ বিষয়ে বিশেষ ‘দক্ষতা’ ছিল। এবার আমিরও হাস্যকরভাবে রান আউট হলেন। দেখুন, হাস্যকরভাবে রান আউট হলেন মহম্মদ আমির
Web Desk, ABP Ananda | 03 Nov 2016 09:36 PM (IST)
শারজা: ক্রিকেট মাঠে অনেক মজার কাণ্ডই দেখা যায়। সহজ ক্যাচ মিস, ফিল্ডিং মিস, রান নিতে গিয়ে পিচের মাঝে পড়ে যাওয়ার মতো অনেক ঘটনাই দেখা যায়। এমনই একটি হাস্যকর কাণ্ড দেখা গেল পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের তৃতীয় টেস্টের চতুর্থ দিনে। হাস্যকরভাবে রান আউট হলেন পাক পেসার মহম্মদ আমির। তাঁর আউট হওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে ৭৯-তম ওভারের শেষ বলে ওয়েস্ট ইন্ডিজের লেগস্পিনার দেবেন্দ্র বিশুকে ছক্কা হাঁকাতে যান ৮ রানে ব্যাট করা আমির। লং অনে থাকা রস্টন চেজ অসাধারণ দক্ষতায় বলটি বাঁচিয়ে দেন। আমির ও নন-স্ট্রাইক প্রান্তে থাকা ওয়াহাব রিয়াজ তখন পিচের মাঝে দাঁড়িয়ে বল দেখছিলেন। চেজ বলটি বাঁচিয়ে দেওয়ার পর দুই ব্যাটসম্যান ছুটতে শুরু করেন। ইতিমধ্যে চেজ বলটি নন-স্ট্রাইকার প্রান্তে পাঠিয়ে দেন। আমির ক্রিজে পৌঁছনোর মরিয়া চেষ্টা করেও সফল হননি।