তিরুঅনন্তপুরম: কাল থেকেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ () খেলতে নেমে পড়বে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জিতলেও সামলোচনার মুখে পড়তে হয়েছে ভারতীয় বোলিং আক্রমণকে। তবে সমালোচনার মুখে বোলারদের পাশেই দাঁড়াচ্ছেন ভারতীয় দলেপ ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর (Vikram Rathour)।
বোলারদের পাশে বিক্রম
সাম্প্রতিককালে বড় রান করলেও ভারতীয় দল অনেক সময়ই ম্যাচ জিততে ব্যর্থ হয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে ২০৮ রান করেও ভারত পরাজিত হয়। এশিয়া কাপে শ্রীলঙ্কা, পাকিস্তানের বিরুদ্ধে বড় রান করেও হারতে হয়েছে ভারতকে। তবে ভারতীয় দলের বোলারদের পাশেই দাঁড়াচ্ছেন দলের ব্যাচিং কোচ। তাঁর মতে বোলারদের নিয়ে তিনি খুব একটা চিন্তিত নন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে বিক্রম বলেন, 'আমরা এই বিভাগে নিজেদের আরও উন্নতি করতে বদ্ধপরিকর। যেসব জায়গায় আমরা বড় রান করেও ম্যাচ হেরেছি, লক্ষ্য করলে বোঝা যাবে, সেই সবকয়টি জায়গায়ই শিশির প্রভাব ছিল। তা সত্ত্বেও আমাদের বোলাররা শেষ পর্যন্ত ম্যাচ টেনে নিয়ে যেতে প্রতিবারই সক্ষম হয়েছে। একটা বদল এদিক ওদিক হওয়াতেই বেশ কয়েকটি ম্যাচ হেরেছি আমরা। তাই বোলারদের নিয়ে খুব বেশি সমালোচনা করার মানে হয় না।'
কেমন হবে একাদশ?
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর কয়েকদিন বাকি। তার আগে প্রোটিয়াদের বিরুদ্ধেই শেষ প্রতিযোগিতামূলক টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারতীয় দল। তাই এই সিরিজেই দ্রুত নিজেদের এই সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে টিম ইন্ডিয়াকে। অবশ্য দলের তারকা বোলার ভুবনেশ্বর কুমার এই সিরিজে খেলবেন না। নেই অলরাউন্ডার হার্দিক পাণ্ড্যও। এমন অবস্থায় কেমন হতে পারে ভারতীয় একাদশ? বিক্রম বলছেন, 'অর্শদীপ এবং শাহবাজ ইতিমধ্যেই দলের সঙ্গে যোগ দিয়েছেন। শ্রেয়সও আজ সন্ধ্যার মধ্যেই চলে আসবে। তবে একাদশে কারা সুযোগ পাবেন, সেটা গতকাল ম্যাচের আগেই টিম ম্যানেজেন্ট সিদ্ধান্ত নেবে।'
আরও পড়ুন: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জয়ের সুফল পেল ভারত, ব়্যাঙ্কিংয়ে কত নম্বরে রয়েছে টিম ইন্ডিয়া?