করাচি: একদিনের দলের বর্তমান অধিনায়ক আজহার আলিকেই রেখে দেওয়া হবে, না কি অন্য কাউকে এই পদে বসানো হবে, সে বিষয়ে সংশয়ে পাকিস্তানের ক্রিকেট বোর্ড (পিসিবি)। ইংল্যান্ডের বিরুদ্ধে লজ্জাজনকভাবে ১-৪ ফলে সিরিজ হারার পরেই বর্তমান অধিনায়কের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। তবে পিসিবি কর্তারা এ বিষয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারছেন না।

 

সংযুক্ত আরব আমিরশাহিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পরবর্তী সিরিজ খেলবে পাকিস্তান। তার আগে অধিনায়ক বাছা নিয়ে দ্বিধাগ্রস্ত খোদ পিসিবি চেয়ারম্যান শাহরিয়র খানও। পাকিস্তানের একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে শাহরিয়র বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের আগে আমরা আজহার আলির বদলে অন্য কাউকে অধিনায়ক করার বিষয়ে গভীরভাবে চিন্তা করছি। আমরা ওই সিরিজের দল ঘোষণার আগে এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেব।’

 

তবে এ কথা বলার দু দিন পরেই একটি ক্রিকেট ওয়েবসাইটকে পিসিবি চেয়ারম্যান বলেছেন, আজহার আলিকে আরও সময় দেওয়া উচিত। পাক সংবাদমাধ্যম সূত্রে আবার শোনা যাচ্ছে, দলের সঙ্গে লন্ডনে থাকা পিসিবি কর্তারা আজহার আলিকে বলেছেন, সিনিয়র খেলোয়াড় হিসেবে তাঁর হারের দায় নিয়ে পদত্যাগ করা উচিত। পিসিবি তাঁকে সরিয়ে দেওয়ার কথা ঘোষণা করতে চায় না। ফলে আজহার আলির বিষয়ে ধোঁয়াশা বেড়েছে।

 

পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররাও একদিনের দলের অধিনায়কের বিষয়ে দ্বিধাবিভক্ত। ওয়াসিম আক্রম কয়েকদিন আগেই আজহার আলিকে সরিয়ে উইকেটকিপার সরফরাজ আহমেদকে অধিনায়ক করার পক্ষে সওয়াল করেছিলেন। কিন্তু তিনিই এখন আজহার আলিকে সময় দেওয়ার কথা বলছেন। রশিদ লতিফেরও একই মত। তবে প্রাক্তন অধিনায়ক মহম্মদ ইউসুফ এখনই প্রয়োজনীয় বদল করার পক্ষে মত প্রকাশ করেছেন।

 

পিসিবি, প্রাক্তন ক্রিকেটারদের মনোভাবেই স্পষ্ট, পাক ক্রিকেটে ফের ডামাডোল শুরু হয়েছে। অধিনায়কের প্রতি অনেকেরই আস্থা নেই। এর প্রভাব দলের পারফরম্যান্সের উপর পড়তে বাধ্য।