নয়াদিল্লি: আন্তর্জাতিক ফুটবলে ভারত এখনও অনেকটাই পিছিয়ে থাকলেও, অধিনায়ক সুনীল ছেত্রী কিন্তু বর্তমান প্রজন্মের সেরা দুই খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসির সঙ্গে পাল্লা দিচ্ছেন। আন্তর্জাতিক ম্যাচে গোলের ক্ষেত্রে মেসিকে টপকে গিয়েছেন সুনীল। তাঁর সামনে শুধু রোনাল্ডো। তবে এই রেকর্ডের পরেও বিনয়ী সুনীল। তিনি বলছেন, ‘রেকর্ডের কোনও গুরুত্ব নেই। কে গোল করল সেটাও গুরুত্বপূর্ণ নয়। যে-ই গোল করুক না কেন, একইরকম আনন্দ হয়। আমরা তিন পয়েন্ট পেয়েছি এতেই আনন্দ হচ্ছে।’


আন্তর্জাতিক ম্যাচে মেসির গোলসংখ্যা ৬৫। এতদিন তাঁর সমসংখ্যক গোল ছিল সুনীলের। গতকাল এশিয়ান কাপের প্রথম ম্যাচে তাইল্যান্ডের বিরুদ্ধে জোড়া গোল করে মেসিকে টপকে গিয়েছেন ভারতের অধিনায়ক। তাঁর চেয়ে এগিয়ে থাকা রোনাল্ডোর আন্তর্জাতিক ম্যাচে গোল ৮৫। সুনীলের অবশ্য দাবি, ‘আমি ১০ বছর পরে নিজের গোল নিয়ে ভাবব। এই মুহূর্তে আমাদের খেলায় মন দিতে হবে। কে গোল করল সেটা গুরুত্বপূর্ণ নয়, আসল বিষয় হল, আমাদের গোল করতে হবে। যখনই কেউ গোল করছে, সবাকেই আনন্দ করতে দেখা যাচ্ছে। দলের সবার জন্য আমি খুব খুশি। সবাই জীবন দিয়ে গোলরক্ষা করেছে।’

গতকালের ম্যাচ প্রসঙ্গে সুনীল বলেছেন, ‘এটাই আমার জীবনের সেরা ম্যাচ। দল দারুণ খেলেছে। আমরা ভাল খেলার বিষয়ে আত্মবিশ্বাসী ছিলাম, কিন্তু ফল ৪-১ হবে ভাবিনি। তাইল্যান্ড খুব ভাল দল। ওদের বিরুদ্ধে ভাল পারফরম্যান্স দেখাতে পেরে আমি খুব খুশি।’